পঞ্চায়েত ভোটে গোহারা হারবে বিজেপি

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার ও জলাপাইগুড়ি : উন্নয়নের কাছে হার মানবে বিজেপি। পঞ্চায়েত ভোট গোহারা হারবে। সাধরণ মানুষ গর্জে উঠেছেন। শুধু তাই নয় এবারের পঞ্চায়েত ভোটে পুরুষদের পাশাপাশি মহিলারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মহিলারা জনসংখ্যার পঞ্চাশ শতাংশ, আসনেও পঞ্চাশ এবং ভোটারও পঞ্চাশ শতাংশ, তাদের রুখবে এমন ক্ষমতা বিজেপি কেন, কারও নেই। বুধবার জলপািগুড়ি এবং আলিপুরদুয়ারে পর পর দুটি সভায় এভাবেই সাধরণ মানুষ এবং মহিলাদের জাগরণের কথা বিরোধীদের স্মরণ করিয়ে দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Minister Chandrima Bhattacharya)। এদিন আলিপুরদুয়ারের রাঙালিবাজনায় পঞ্চায়েত সভায় এসে বললেন এমনটাই। পাশাপাশি তিনি দলের মহিলা কর্মীদের বুথে বুথে গিয়ে মানুষের সঙ্গে কথা বলার নির্দেশ দেন। আলিপুরদুয়ারের মঞ্চ থেকে বিজেপিকে এক হাত নেন তিনি। কেন্দ্রের সরকার রাজ্যের দেওয়া হিসেবে সন্তুষ্ট বলেই আবাস যোজনার আট হাজার কোটি টাকা রাজ্যকে ফের দিয়েছে। বিজেপি শুধু কুৎসা করতে জানে। জলপাইগুড়ির সভাতেও বিজেপিকে তুলোধোনা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Minister Chandrima Bhattacharya)। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য নিয়ে সভায় উপস্থিত নেতা ও কর্মীদের নিয়ে রাজ্য সরকারের শিক্ষা, স্বাস্থ্য নিয়ে অবগত করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষায় সমৃদ্ধ হচ্ছে বাংলার সন্তানরা। বাংলার মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সবরকম ভাবে সাহায্য করছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডে মহিলাদের প্রাধান্য দিয়েছে রাজ্য সরকার। সব থেকে বড় কথা এই স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়টি নকল করে কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারত নামে চালানোর চেষ্টা করছে। ২০১৬ সালে রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হয়েছে কিন্তু আয়ুষ্মান ভারত চালু হয়েছে ২০১৮ সালে। এদিন বিজেপির বিভাজন নীতি নিয়ে বলেন, রাজ্য সরকার কোনও বিভাজন চায় না। জলপাইগুড়ির এই সভায় ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক, জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল মহিলা সভানেত্রী নুরজাহান বেগম-সহ অন্য নেতৃবৃন্দ। সভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন-বেইমান মুক্তির ডাক দিয়ে সভায় উপচে পড়া ভিড়

Latest article