বাংলায় আগামীতে পর্যটন হাব

Must read

প্রতিবেদন : পর্যটন এমন একটা ক্ষেত্র যেখানে অনেক কিছু করার আছে। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে সাগর থেকে পাহাড় পর্যন্ত পর্যটনের সুযোগ রয়েছে। বুধবার বেঙ্গল চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Minister Babul Supriyo)। এদিন বাবুলের বক্তব্যে উঠে আসে কেরল প্রসঙ্গ। বাবুল (Minister Babul Supriyo) জানান, যেভাবে কেরল ব্যাক ওয়াটারকে কাজে লাগিয়ে হাউস বোট ব্যবহারের মধ্য দিয়ে সে রাজ্যের পর্যটন শিল্পকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে তা সত্যিই প্রশংসনীয়। এরপরই বাবুল মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলা যে একটা বিরাট ট্যুরিজম হাব হতে পারে তার সঠিক দিশা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বিভিন্ন জায়গার সঠিক পর্যবেক্ষণ করে তার সঠিক নামকরণ করেছেন। বাবুল জানান, আমি পর্যটন দফতরের দায়িত্ব পাওয়ার পর আমার মনে হয়েছে, ট্যুরিজম এমনই একটা সেক্টর যেখান থেকে একটা বড় অংশের রাজস্ব আদায় করা যায়। গঙ্গাজলে গঙ্গাপুজোই হওয়া উচিত। আর দফতরের সবাই যদি ঠিকঠাক সামঞ্জস্য রেখে কাজ করে তাহলে আগামীদিনে আমরা অনেক দূর পৌঁছতে পারব। এদিন ‘ইন্টিগ্রেটেড টুরিস্ট পাশ’ নিয়েও অনুষ্ঠান মঞ্চে বিস্তারিত আলোচনা করেন পর্যটন মন্ত্রী। পাশাপাশি এদিনের বেঙ্গল ন্যাশনাল চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি দেবাশিস দত্তও রাজ্যের পর্যটন শিল্পের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমরা সবাই জানি কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনি যেখানেই যাবেন দেখতে পাবেন সবচেয়ে বেশি পর্যটক বাঙালি।

আরও পড়ুন-বেইমান মুক্তির ডাক দিয়ে সভায় উপচে পড়া ভিড়

Latest article