প্রতিবেদন : সপ্তম দফা নির্বাচনে ভোট হবে বাকি নয়টি কেন্দ্রে। আর সেখানেই বিজেপির (BJP) কফিনের শেষ পেরেক পুঁতে দেবে তৃণমূল। শেষ দফায় সমুচিত জবাব দেবে বাংলার মানুষ। শনিবার হুঁশিয়ারি দিয়ে জানালেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। এদিনের সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আরও এক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের হাতে মহিলাদের বারবার নিগৃহীত হওয়ার ঘটনায় এদিন তীব্র নিন্দা করেন তিনি। চন্দ্রিমা বলেন, উলুবেড়িয়া, জঙ্গিপুরের পর ডেবরায় কেন্দ্রীয় বাহিনীর জবানের হাতে মহিলা নিগৃহীত হওয়ার ঘটনায় বিজেপির নারী বিরোধী চরিত্রই প্রকাশ পেল। যাদের হাতে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের হাতেই মহিলারা নির্যাতিত হচ্ছেন। সিআরপিএফ নিরাপত্তা দেওয়ার নামে যে জঘন্য কাজ করছে তার তীব্র নিন্দা করছি। তিনি প্রশ্ন তোলেন, এই নির্যাতন কি চলতেই থাকবে? তাঁর কথায়, বাংলার মাটিতে কিছু করতে না পেরে মহিলাদের নির্যাতন করছেন তাঁরা।
আরও পড়ুন-অনাবৃষ্টি মুর্শিদাবাদের পানচাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যের উন্নয়ন নিয়ে কোন বার্তা দেওয়ার দিশা নেই বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মহিলারাই সব থেকে বেশি পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। তাই বিজেপি রাজ্যের মহিলাদেরকেই অসম্মান করার জন্য নিজেদের লক্ষ্য স্থির করেছেন। তবে তাদের এই অত্যাচারে কোনও লাভ হবে না বলে সব জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। মহিলারা এই নির্যাতনের জবাব ভোট বাক্সে দেবে বলে জানান তাঁরা।