প্রতিবেদন :স্বাস্থ্যসাথী সন্দীপ সিং, কোন্নগর। আমি পেশায় মোবাইল ব্যবসায়ী। কোন্নগরের কালীতলায় থাকি। একসময় সক্রিয় বিজেপি কর্মী ছিলাম। দীর্ঘদিন অসুস্থ ছিলাম। ডাক্তাররা অপারেশন করাতে বলেছিলেন। কিন্তু চিকিৎসা যে করাব, সে পয়সা ছিল না।
আরও পড়ুন : কন্যাশ্রী রোল মডেল, গাছ লাগিয়ে বৃক্ষ কন্যা সুনন্দা
এই বিপদে দলের কাউকেই পাশে পাওয়া যায়নি। এই অবস্থায় আমাকে বাঁচিয়ে দিল রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড। বেলুড়ের শ্রমজীবী হাসপাতালে এই কার্ড দেখিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করিয়ে আমি পুরোপুরি সুস্থ। আমার মোহভঙ্গ হয়েছে। দেখছি, শুধু বাংলা নয়, দেশের মাথায় চাই দিদিকে। দিদি তাঁর কোনও প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রেই রাজনৈতিক রঙ দেখছেন না। স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রেও তাই। তা না হলে আমার মতো বিজেপি কর্মী কখনই এই সুবিধা পেত না। আমাদের পুরপ্রশাসক বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়কেও এজন্য ধন্যবাদ। তিনি অনেক সাহায্য করেছেন।