কন্যাশ্রী রোল মডেল, গাছ লাগিয়ে বৃক্ষ কন্যা সুনন্দা

Must read

দেবশ্রী মজুমদার, বোলপুর: রাজ্যের সাতজন পড়ুয়ার মধ্যে কন্যাশ্রী মডেল পুরস্কার পেলেন বোলপুরের সুনন্দা বন্দ্যোপাধ্যায়। বোলপুর-শ্রীনিকেতন ব্লকের রায়পুর-সুপুর পঞ্চায়েতের রজতপুরে বাড়ি। বৃক্ষরোপণের পাশাপাশি, রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব সারকে প্রাধান্য দিয়ে সকলের নজর কেড়েছে সে।

আরও পড়ুন : এবার ত্রিপুরায় সায়নী ঘোষের হাত ধরে বিজেপি-সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে বহু নেতা-কর্মী

স্থানীয় রজতপুর ইন্দ্রনারায়ণ বিদ্যাপীঠের দশম শ্রেণীতে পড়ে সুনন্দা ও তার বোন ছন্দা। প্রধান শিক্ষক দেবনারায়ণ দত্ত খুবই উচ্ছ্বসিত ছাত্রীর এই পুরস্কারে। বলেন, সুনন্দার জন্য আমদের স্কুল গর্বিত। অজয় নদ সংলগ্ন রজতপুরের মাটিতে বৃক্ষরোপণ করে ভূমিক্ষয় রোধ ও পাড় ভেঙে বন্যানিয়ন্ত্রণে ব্যক্তিগত উদ্যোগে এই কাজ খুব প্রশংসা কুড়িয়েছে স্থানীয় মানুষ থেকে জেলা প্রশাসনের। জানা গেছে, স্থানীয় ইকো ক্লাবের সদস্য সুনন্দা ও ছন্দা বন্দ্যোপাধ্যায়। সুনন্দার কাজের বৈশিষ্ট্য হচ্ছে জৈবসার তৈরি। নিজে স্থানীয় উপাদান দিয়ে এই সার বানিয়ে গাছের পরিচর্যা করে বনসৃজন করেছে সে। ছোটবেলায় বাবাকে হারায় সুনন্দা।

আরও পড়ুন :কাবুল থেকে ভারতীয়দের নিয়ে ফিরছে বায়ুসেনার বিশেষ বিমান

তারপর মামারবাড়িতেই মানুষ। দাদু আশিস চট্টোপাধ্যায় পুজোআর্চা করে সংসার চালান। সুনন্দার মা চৈতালী বলেন, পরিবারের মোট ছয় সদস্য। সেলাইয়ের কাজ করে চলতে হচ্ছে। স্কুল তো বন্ধ। অনলাইনে পড়াশোনা করে। অভাবের মাঝে পড়া থামায় না।

 

ঋণ করে একটি স্মার্ট ফোন কিনে দিয়েছি। তাতেই ওরা পড়া শোনা চালায়। বীরভূম জেলাশাসক বিধান রায় বলেন, পারিবারিক অস্বচ্ছলতার মধ্যে যেভাবে সুনন্দা সমাজের কথা ভেবেছে, তা সকলের কাছে অনুকরণীয়। সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে জেলা প্রশাসন ওই পরিবারের পাশে থাকবে।

Latest article