সাগরে এসডিপিও অফিস, ঢোলাহাট থানা নতুন ভবন

Must read

সুস্মিতা মণ্ডল, কাকদ্বীপ: মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার সাগরের এসডিপিও-র অফিস ও নবনির্মিত ঢোলাহাট থানার উদ্বোধন করলেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা। ছিলেন ডিআইজি শিশরাম ঝাঝারিয়া ও সুন্দরবনের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। এডিজি ফিতে কেটে অফিস ও থানা ভবনের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন : দার্জিলিঙে সংগঠনকে আরও মজবুত করতে চান পাপিয়া

সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয় এডিজি ও ডিআইজিকে। দীর্ঘদিন ধরে ভাড়াবাড়িতে চলছিল ঢোলাহাট থানা। প্রথমে ওসি থানা ছিল। চলতি বছরে আইসি থানা হয়। এরপর থানার কর্মীসংখ্যা বাড়ায় কাজ চালাতে অসুবিধা হচ্ছিল। কিন্তু জমি না পাওয়ায় ভবন করা যাচ্ছিল না। পরবর্তী সময় জমি পাওয়া যায়। তৈরি হয় সরকারি ভবন। এদিন উদ্বোধনের পর সরকারি ভবনে থানার কাজকর্ম চলবে। অন্যদিকে সুন্দরবন পুলিশ জেলা তৈরি হওয়ার পর কয়েক মাস আগে সাগর এসডিপিও পদটি তৈরি হয়। এই পদে অফিসার দায়িত্ব নিলেও নিজস্ব অফিস ছিল না। এখন থেকে নামখানার হাসপাতাল মোড়ে নিজস্ব অফিস থেকে কাজকর্ম করবেন এসডিপিও। সাগর, সাগর উপকূল, নামখানা ও ফ্রেজারগঞ্জ উপকূল থানা এই পুলিশ সাব ডিভিশনের আওতায় চলে এল।

আরও পড়ুন : আফগানিস্তানে বাংলার মানুষের খোঁজ নবান্নের

এর ফলে এই এলাকাতে কোনও ঘটনা ঘটলে সরাসরি এসডিপিও পৌঁছে যেতে পারবেন। এদিন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, সুন্দরবন এলাকায় পুলিশি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নতুন পুলিশ সাব ডিভিশন করা হল। আগে কাকদ্বীপ এসডিপিওর অধীন ছিল এই এলাকাগুলি। এখন সাগর সাব ডিভিশন তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ উঁচুতলার অফিসারের কাছে অভাব-অভিযোগ জানাতে পারবেন। মানুষের কাছে সেরা পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।

Latest article