ফের ধস পাহাড়ে

Must read

দার্জিলিঙ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। ফের নামল ধস। ২৯ মাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায় সিকিমের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তৎপর প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।

আরও পড়ুন :সায়নীর উপস্থিতি যুব সমাজের অনুপ্রেরণা, ত্রিপুরায় তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক

 

রাস্তায় নেমেছে বিপর্যয় মোকাবিলা দল। ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এক লেন দিয়েই চলাচল করছে গাড়ি।
এদিকে, পাহাড়ের আবহাওয়া এখনই স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। টানা কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি। মঙ্গলবার সকালেও আকাশ ছিল মেঘলা। সকাল থেকেই হয় বিক্ষপ্ত বৃষ্টি। বেলা বাড়তেই পরিস্থিতি আরও অস্বাভিক হয়ে যায়। ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। আবহাওয়া দফতর জানিয়েছে, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কোনও কোনও অংশে ভারী বৃষ্টি চলবে।

আরও পড়ুন :আফগানিস্তানে বাংলার মানুষের খোঁজ নবান্নের

কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে। আগামী ২৪ ঘণ্টায় কালিম্পং, আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের তেমন কোনও পরিবর্তন হবে না।

 

উল্লেখ্য, চলতি সপ্তাহেই ১০ নম্বর জাতীয় সড়কে একটি চলন্ত অটোতে ধস পড়ে। এই ঘটনায় মৃতু্্য হয় এক সেনা জওয়ানের। একটানা বযষ্টি আর ধসের ফলে এমনিতেই রাস্তার অবস্থা বেহাল। তারমধ্যে ফের ধস নামায় পরিস্থতি আরও ভয়ঙ্কর হয়েছে।

Latest article