প্রতিবেদন : বাংলায় গো হারা হারের যন্ত্রণা বিজেপি এখনও ভুলতে পারেনি। আর সেই যন্ত্রণা থেকেই মোদি-শাহ এখন বাংলায় জিতবে বলছেন। রবিবার হায়দরাবাদে (Hyderabad- BJP) বিজেপির কর্মসমিতির বৈঠকে বাংলা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব যা বলেছে, আসলে তা হতাশার বহিঃপ্রকাশ। ওরা আসলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে। বাংলায় যে গুটিকয়েক বিজেপি কর্মী রয়েছে তাদের মনোবল চাঙ্গা করতেই বিজেপি নেতারা এসব বলছে। এভাবেই রবিবার বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায় বিজেপিকে একহাত নিয়ে বলেন, অমিত শাহ অরাজনৈতিক কথাবার্তা বলছেন। যাদের রাজনীতিই হল ধর্মের নামে বিভাজন তারা আবার অন্যের দিকে আঙুল তুলছে। বিজেপি আগে নিজেরা আয়নায় মুখ দেখুক। মোদি-শাহ আবার বাংলায় জিতবে বলছেন, ২০২১-এর নির্বাচনী প্রচারে বাংলায় এসে বাংলা দখল করার কথা বলতেন। বাংলার মানুষ ওঁদের জবাব দিয়ে দিয়েছে। বিজেপি নেতারা চরম হতাশা থেকে এসব আবোলতাবোল বলতে শুরু করেছেন। তৃণমূল কংগ্রেসের আর এক বর্ষীয়ান নেতা ও বিধানসভার ডেপুটি চিফ হুইপ তাপস রায় তীব্র কটাক্ষ করে বলেন, বিজেপি বরাবরই আমাদের নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়। একমাত্র তৃণমূল কংগ্রেসের কাছেই বিজেপি (Hyderabad- BJP) টানা হারছে। ২১-এর বিধানসভার হার এখনও ওরা মানতে পারেনি। এসবই হারের বহিঃপ্রকাশ। সঙ্গে তাঁর সংযোজন, অমিত শাহ যেন পরিবারতন্ত্র নিয়ে বড় বড় কথা না বলেন। ওঁর নিজের ছেলে জয় শাহ ভারতীয় ক্রিকেটের শীর্ষে বসে আছে। ফলে বিজেপি দিবাস্বপ্ন দেখা বন্ধ করুক।
আরও পড়ুন: স্পিকার নির্বাচনে জয়ী শিন্ডে শিবির, আজ আস্থাভোট মহারাষ্ট্রে