স্পিকার নির্বাচনে জয়ী শিন্ডে শিবির, আজ আস্থাভোট মহারাষ্ট্রে

Must read

প্রতিবেদন : মহারাষ্ট্র বিধানসভায় শুরু হয়েছে দু’দিনের বিশেষ অধিবেশন। রবিবার অধিবেশনের প্রথমদিনে ছিল মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচন। প্রত্যাশামতোই নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে শিন্ডে ও বিজেপির জোট। এরপর সোমবার মুখ্যমন্ত্রী শিন্ডেকে বিধানসভায় আস্থাভোট (Maharashtra- Confidence Vote) নিতে হবে। স্পিকার নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেও নীতিগত বিরোধিতার জন্য প্রার্থী দিয়েছিল মহাবিকাশ আগাড়ি জোট। কিন্তু শেষ পর্যন্ত বিরোধী জোটের সব কৌশল ব্যর্থ হয়েছে। রবিবার ২৮৮ সদস্যবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় শাসক জোটের স্পিকার প্রার্থী রাহুল নরবেকর পেয়েছেন ১৬৪টি ভোট। অন্যদিকে উদ্ধব শিবিরের প্রার্থী রাজন সালভে পেয়েছেন ১০৭ ভোট। অর্থাৎ কংগ্রেস ও এনসিপি’র সকলেই ভোট দিলেও শিবসেনার হাতেগোনা কয়েকজন বিধায়কের ভোট পেয়েছেন রাজন। বিজেপি বিরোধী দল হিসেবে পরিচিত সমাজবাদী পার্টি এবং আসাদউদ্দিন ওয়েইসির মিম এদিন ভোটদানে বিরত থাকে। অন্যদিকে মহারাষ্ট্র (Maharashtra- Confidence Vote) নবনির্মাণ সেনার একমাত্র বিধায়ক শিন্ডে শিবিরের প্রার্থীকেই ভোট দিয়েছেন। স্পিকার নির্বাচনে হারের পর হুইপ অমান্য করায় শিবসেনার বিদ্রোহীদের বিরুদ্ধে দলবিরোধী আইনে অভিযোগ দায়ের করেছে উদ্ধব শিবির।

আরও পড়ুন: সরব বিচারপতি

Latest article