নতুন বছরেই বোর্ড গঠন করবে বিজেপিএম আর তৃণমূল জোট

Must read

সংবাদদাতা, দার্জিলিং : নতুন বছরে দার্জিলিং পুরসভায় (Darjeeling Municipality- BJPM-TMC) বোর্ড গঠনের লক্ষ্যে এগোচ্ছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল কংগ্রেসের জোট। হামরো পার্টির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পরপর দু’বার চিঠি দেন বিজিপিএম ও তৃণমূল কংগ্রেসের ১৬ জন কাউন্সিলর। কিন্তু হামরো পার্টি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না বলেই অবজ্ঞা করছে বিজেপিএম ও তৃণমূল কংগ্রেস জোটের দেওয়া চিঠিকে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং পুরসভার চেয়ারম্যান ইয়াংচি শেরপাকে চিঠি দিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার আবেদন জানিয়েছে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি তথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার অনিত থাপা জানিয়েছেন, আমাদের লক্ষ্য নতুন বছরে আমরা তৃণমূল কংগ্রেসের ২ কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করব।

আরও পড়ুন-তারকেশ্বরে তৃণমূল কংগ্রেসের কর্মিসম্মেলনে ঘোষণা, প্রতি বুথের কর্মিদল ঘুরবে বাড়ি বাড়ি

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গণেশ সার্কি বলেন, পুর নির্বাচনে আমরা বিজেপিএমের সঙ্গে জোট করে লড়াই করেছিলাম। হামরো পার্টির সংখ্যাগরিষ্ঠতা ছিল বলে তারা বোর্ড গঠন করেছিল। হামরো পার্টি থেকে ৬ জন কাউন্সিলর বিজেপিএমে যোগদান করায় আমাদের জোটের সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়েছে। তাই বিজেপিএম ও তৃণমূল কংগ্রেসের জোট এখন দার্জিলিং পুরসভার (Darjeeling Municipality- BJPM-TMC) বোর্ড গঠন করবে। হামরো পার্টি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না বলেই ইন হাউস ভোটের পথে যেতে চাইছে না। তবে নতুন বছরে জোটের বোর্ড গঠন হবে দার্জিলিং পুরসভায়।

আরও পড়ুন-সংখ্যালঘুদের শিক্ষার অধিকার চেয়ে বিশ বছরের লড়াই

Latest article