সংবাদদাতা, বোলপুর : রাজ্যে (state) একশো দিনের কাজ নিয়ে বিরোধীদের অভিযোগের অন্ত নেই। কেন্দ্র সরকার এক ধাপ এগিয়ে সব কিছু সরজমিনে দেখতে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় দল। সেই প্রতিনিধিদল একশো দিনের কাজের তদন্তে নিজেরাই বেছে নিয়েছিলে বিধানসভা ও বিশেষ বিশেষ পঞ্চায়েতকে। মাটি খুঁড়ে ভিত মেপে, ফিতে দিয়ে রাস্তা মেপে, লোকজনের সঙ্গে কথা বলে, পঞ্চায়েতে ফাইল হাতড়ে— অনেক কসরত করেও কোথাও তারা দুর্নীতির অভিযোগের সারবত্তা না পেয়ে নিজেরাই কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছে।
আরও পড়ুন-বাবুলকে ঘিরে প্রত্যাশা
এরপর প্রশ্ন উঠেছে, তাহলে কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যের গ্রামেগঞ্জে ঘুরল কেন? উত্তরে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ বলেন, রাজ্য প্রশাসন যে এলাকাগুলো দেখতে অনুরোধ করে, সেগুলো না দেখে মোটরবাইকে প্রত্যন্ত এলাকায় ঘুরে কাজ দেখে এসেছে। তারপর সরকারি আধিকারিকদের কাছে প্রশংসা করেছে। তাহলে একশো দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সেই মিথ্যার উপর ভর করে একশো দিনের বকেয়া পাওনা রাজ্যকে দিচ্ছে না। আসলে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তাই রাজনীতি করছে বিজেপি। রাজনৈতিকভাবে না পেরে এজেন্সি দিয়ে রাজ্যকে দমানোর চেষ্টা করেছে। সময় এলে মানুষ তার জবাব দেবে।
আরও পড়ুন-উপাচার্যের দ্বিচারিতা, প্রশ্ন পরিবেশবিদের
সম্প্রতি লাভপুর এক ও দুই পঞ্চায়েতে কাজ ঘুরে দেখেন তিন সদস্যের প্রতিনিধিদল। মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্পের বারোটি প্রকল্পের কাজ রূপায়ণে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।