সংবাদাতা, শিলিগুড়ি : বাংলা ভাগের সব চক্রান্ত ব্যর্থ হবে বিজেপির। বাংলার মানুষ তার জবাব দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা অটুট থাকবে। বৃহস্পতিবার বিজেপির বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে মিছিল এবং প্রতিবাদ সভায় এভাবেই ঝাঁঝালো বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপিকে তোপ দাগলেন রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির বঙ্গভঙ্গের রাজনীতির বিরুদ্ধে একইভাবে ঝাঁঝালো মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিজেপির আর এক মুখ হল কেএলও। বাংলাভাগের চক্রান্তেও ওই নিষিদ্ধ সংগঠনকে ব্যবহার করছে।
আরও পড়ুন-মন খারাপ সুন্দরবনের, চলে গেলেন অবিভাবক
বিজেপির বাংলাভাগের রাজনীতির প্রতিবাদে এভাবেই তীব্র আক্রমণ শানালেন মন্ত্রী উদয়ন গুহ। নাম না করে বিজেপিকে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। নাম না করে কখনও জীবন সিংহ আবার কখনও মালখান বা কোনও রাজার মাধ্যমে বাংলাকে ভাগ করার কথা বলছে। বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদে বৈঠকের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বিজেপিকে কটাক্ষ করে বলেন, নিজেদের কথা অন্যদের দিয়ে বলাচ্ছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে শিলিগুড়ির প্রতিবাদ মিছিলটি এদিন তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় থেকে হাসমিচক পর্যন্ত হয়। তৃণমূল কংগ্রেসের মহিলা বাহিনী শঙ্খধ্বনি দিয়ে এই মিছিল করেন। পরে হাসমিচকে প্রতিবাদ সভা হয়। মিছিল ও সভাতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মিলি সিনহা, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। সকলে শঙ্খধ্বনি দিয়ে মিছিলে হাঁটেন।