প্রতিবেদন : গত দশ বছরে বিজেপি সরকার দেশে কোনওরকম উন্নয়নই করেনি। তাই এবার বিদেশের বিভিন্ন উন্নয়নমূলক ছবিকে নিজেদের কৃতিত্ব বলে চালানোর চেষ্টা করেছে বিজেপি! ভোটের মধ্যে মানুষকে ভুল বুঝিয়ে বিজেপি সরকার বিভ্রান্তিমূলক অপপ্রচারের পথ ধরেছে। সম্প্রতি রাজ্য বিজেপি তাঁদের এক্স হ্যান্ডেলে মোদি সরকারের উন্নয়নের নাম করে সিঙ্গাপুরের একটি ছবি ব্যবহার করে মিথ্যাচার করেছে। শনিবার এই নিয়ে বিজেপির কঠোর সমালোচনা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের সাফ বক্তব্য, যেহেতু গত ১০ বছরে বিজেপি কোনও উন্নয়ন করেনি, তার জন্যই তাদের এই প্রতারণার আশ্রয় নিতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যান্ড কোম্পানির ভুয়ো প্রতিশ্রুতির প্রবল সমালোচনা করে তৃণমূল সাংসদ সাকেত গোখেল এক্স হ্যান্ডেলে লেখেন, রাজ্য বিজেপি মেট্রো রেলের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির একটি ছবি শেয়ার করে দাবি করেছে, দেশে একাধিক মেট্রো লাইন চালু করেছেন মোদি। আসলে সেই ছবিটি এমআরটি-সিঙ্গাপুর মেট্রো লাইনের ছবি। এখন যদি সিঙ্গাপুর ‘বিশ্বগুরু মোদি’র নেতৃত্বাধীন ‘অখণ্ড ভারত’-এর অংশ না হয়, তাহলে এটা বিজেপির আরও একটা মিথ্যা ও অপপ্রচার। যখন ১০ বছরে আপনার কাছে দেখানোর জন্য কোনও কাজ না থাকে, তাহলে মোদি যা করতে পারেন তা হল মিথ্যাচার, হিংসাত্মক মন্তব্য এবং ভুয়ো অপপ্রচার।

আরও পড়ুন- বজ্রপাতে আহত ১৫, চা শ্রমিকদের দেখতে হাসপাতালে তৃণমূলের ব্লক সভাপতি
প্রসঙ্গত, গত ১২ মে রাজ্য বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করে, গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০টিরও বেশি শহরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছেন। তবে সেই পোস্টে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি আসলে সিঙ্গাপুরের মেট্রো রেলের ছবি। এই নিয়ে মন্ত্রী ডাঃ শশী পাঁজা বলেন, প্রধানমন্ত্রী যখনই কথা বলেন, তখনই মিথ্যাচার করেন। তাঁর প্রত্যেকটি গ্যারান্টিই যে ভুয়ো, তা ইতিমধ্যেই প্রমাণিত। তিনি বছরে ২ কোটি মানুষকে চাকরি দেওয়া নিয়ে মিথ্যাচার করেছেন। আর এখন প্রধানমন্ত্রী বলছেন, ২০টি শহরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছেন। যদিও এই সংক্রান্ত বিজ্ঞাপনটিতে যে ছবি ব্যবহার করা হয়েছে, তা সিঙ্গাপুর মেট্রোর। অর্থাৎ, এই দাবিটিও ভুয়ো! প্রধানমন্ত্রীর ব্যাখ্যা দেওয়া উচিত, কেন ভারতীয় জনতা পার্টি আজ ভারতীয় জালি পার্টিতে পরিণত হয়েছে!

