বজ্রপাতে আহত ১৫, চা শ্রমিকদের দেখতে হাসপাতালে তৃণমূলের ব্লক সভাপতি

Must read

মালদহে বজ্রপাতে (Lightning) ১২ জনের মৃত্যুর ঘটনার পর, আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানে বজ্রপাতের ঘটনায় কয়েকজন মহিলা চা শ্রমিকের আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার চা বাগানে কর্মরত অবস্থায় কয়েকজন মহিলা চা শ্রমিক আহত হন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। এদিন সকাল থেকেই ওই এলাকায় বজ্রপাত-সহ বৃষ্টি শুরু হয়। সে সময় চা বাগানে কাজ করছিলেন এক দল মহিলা চা শ্রমিক। হঠাৎ চা বাগানের মাঝে তাদের খুব কাছেই বজ্রপাত হয়। বজ্রপাতের ফলে কয়েকজন ছিটকে পড়েন, এবং সংজ্ঞা হারান। তারপর আশেপাশে থাকা শ্রমিকরা তাদের উদ্ধার করে চা বাগানের হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন-বিজেপি সরকার গড়তে পারবে না, নির্ণায়ক তৃণমূলই, বার্তা অভিষেকের

তাদের মধ্যে একজন গর্ভবতী চা শ্রমিক ছিলেন। তার পায়ে আঘাত লেগেছে। তার সুরক্ষার কথা চিন্তা করেই তাকে জেলা হাসপাতালে রেফার করা হয়। এবং অন্য জনের মাথায় আঘাত লাগায় তাকেও লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে জেলা হাসপাতালে রেফার করা হয়। বজ্রপাতে (Lightning) মোট ১৫ জন আহত হয়েছেন। ৯ জন কে চুয়াপাড়া চা বাগানের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুজনকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, সেখান থেকে জেলা হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে আহত চা শ্রমিকদের দেখতে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে যান কালচিনি ব্লক তৃণমূলের সভাপতি অসীম কুমার লামা। তিনি জানিয়েছেন, বাগানে কাজ করার সময়মোট ১২ জন মহিলা শ্রমিক বজ্রপাতে আহত হন। নয় জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, এবং দুজনকে জেলা হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। আমরা আহত চা শ্রমিকদের যে কোনো প্রয়োজনে পাশে আছি।

Latest article