বিজেপির প্রতিহিংসা, কেজরির গ্রেফতারের আশঙ্কা আপের

বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির বলি হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোটের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে

Must read

প্রতিবেদন : বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির বলি হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোটের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে এই বিস্ফোরক অভিযোগ করলেন আম আদমি পার্টির নেত্রী অতসী। তাঁর দাবি, সরকার ও দলের কাছে খবর আছে, কেজরিওয়াল ইডি দফতরে গেলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে গ্রেফতার করবে। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন।

আরও পড়ুন-ভোটার তালিকা সংশোধন সরল করার দাবি জানাল তৃণমূল, মোবাইল ফোনে ভােটার হেল্পলাইন অ্যাপ

তার আগে ফের আবগারি দুর্নীতি মামলা নিয়ে তৎপর ইডি। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই আবগারি দুর্নীতি মামলায় জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। মোদির বিরুদ্ধে সরব হওয়াতেই আপ-কে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ নেতৃত্বের। এর আগেও দিল্লির মুখ্যমন্ত্রীকে দফতরে ডেকে আবগারি কেলেঙ্কারি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই মামলায় মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্ট। তারপরই দ্রুত তলব করা হয় কেজরিওয়ালকে।

Latest article