প্রতিবেদন : চুরি, চুরি, বিজেপির চুরি। চুরি করতে করতে এবার দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এমন প্রকল্প, যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি। যার শুরু এই বাংলা থেকে। বিজেপি যার সমালোচনা করত সকাল-বিকেল!
আরও পড়ুন-Indranil Sen: তৃণমূলকে ভয় দেখিয়ে রোখা যাবে না: ইন্দ্রনীল
সোমবার মধ্যপ্রদেশে বিরসা মুণ্ডার জন্মদিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এলাকার মানুষের জন্য ‘রেশন আপকে দ্বার’ প্রকল্পেরও শিলান্যাস করেন। যার বাংলা করলে দাঁড়ায় ‘দুয়ারে রেশন’। যে প্রকল্প শুরু করে দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। সেই প্রকল্পকে অনুকরণ করল এবার বিজেপি সরকার। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। গেরুয়া শিবিরের যাঁরা ‘দুয়ারে শয়তান’ দেখতেন, তাঁরা কি এবার দুয়ারে ভগবান দেখাবেন? নকলনবিশরা কী বলবেন? টুকতে টুকতে নির্লজ্জতার সীমা ছাড়াচ্ছে গেরুয়া বাহিনী।
আরও পড়ুন-বিজেপিতে ১ লাখে পুরভোটের টিকিট! ঘনিষ্ঠ অডিও সংলাপের দুই নেতাই
বাংলার রাজ্য সরকারের কর্মসূচির টুকলি এই প্রথম নয়। ত্রিপুরার বিপ্লব দেব সরকার ‘দিদিকে বলো’ কর্মসূচির অনুকরণে ‘দাদাকে বলো’ কর্মসূচি তৈরি করেছে। গোয়ায় বিজেপি সরকার ‘দুয়ারে সরকার’-এর অনুকরণে ‘সরকার তুম চা দারি’ কর্মসূচি হাতে নিয়েছে। এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশ সরকার তাদের উন্নয়নের খতিয়ান দেখাতে বাংলার মা উড়ালপুলের ছবি দিয়ে নিন্দিত হয়েছে। আর উত্তরাখণ্ডের উন্নয়ন দেখাতে গিয়ে শুক্রবার বাংলার দুর্গাপুর বিমানবন্দরের ছবি বসিয়ে দিল। ধরা পড়ে গিয়ে তা ডিলিটও করে দিল।
একের পর এক এই ঘটনা প্রমাণ করছে, বিজেপিকে তাদের রাজ্যগুলির উন্নয়ন দেখাতে গিয়ে বাংলার উন্নয়নের ছবি ধার করতে হচ্ছে। প্রমাণ হচ্ছে বাংলার উন্নয়ন চোখে দেখা যাচ্ছে। মানুষ আশীর্বাদ করছেন। আর এটাও বোঝা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এখন সারা দেশে মডেল। যে কারণে প্রধানমন্ত্রীকেও তৃণমূলের নামাঙ্কিত কর্মসূচির উদ্বোধন করতে হচ্ছে।