নয়াদিল্লি: কেন্দ্রের বিজেপি সরকার যে দলীয় স্বার্থরক্ষায় ভোটমুখী রাজনীতি করে তা সংসদে রেলমন্ত্রীর দেওয়া উত্তরেই ফাঁস হয়ে গেল। রেলের উৎসবকালীন ট্রেন চলাচল নিয়ে লোকসভায় প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়। বিশেষত, বাংলার দুর্গাপূজা এবং বিহারের ছট পূজার জন্য বিশেষ ট্রেনের সংখ্যা ও গত পাঁচ বছরের রুট-ভিত্তিক তথ্য জানতে চান তিনি। এই সূত্রেই উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য।দেখা যাচ্ছে, সদ্যসমাপ্ত বিহার বিধানসভার নির্বাচনের আগে উৎসবের নামে গত বছরের তুলনায় অভূতপূর্ব সংখ্যায় বিশেষ ট্রেনের সংখ্যা ৪,৩১০ বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন-স্মার্টফোনে আর বাধ্যতামূলক নয় ‘সঞ্চার সাথী’ প্রি-ইনস্টলেশন
তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যুক্তি দেন, ভারতীয় রেলওয়ে যেহেতু একাধিক রাজ্যের সীমানা জুড়ে কাজ করে, তাই বিশেষ ট্রেন পরিষেবাগুলি কোনও একটি নির্দিষ্ট রাজ্য বা উৎসবের জন্য আলাদাভাবে ঘোষণা করা হয় না, বরং সমগ্র নেটওয়ার্কের প্রয়োজন এবং যাত্রীদের ভিড়ের চাহিদা অনুযায়ী চালু করা হয়। তিনি জানান দুর্গাপূজা, দেওয়ালি এবং ছট পূজার মতো প্রধান উৎসবগুলির সময় নিয়মিত ট্রেনের অতিরিক্ত হিসাবে রেল ব্যাপক সংখ্যক বিশেষ ট্রিপ চালায়। রেল মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শুধু ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সময়ের মধ্যে ভারত জুড়ে মোট ১২,৩০০-এরও বেশি বিশেষ ট্রিপ পরিচালনা করা হয়েছে। রেলের দেওয়া তথ্যে দেখা যায়, ২০২২ সালে যেখানে এই বিশেষ ট্রিপের সংখ্যা ছিল ২,৬১৪, তা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ৪,৪৪০টিতে। পরের বছর, অর্থাৎ ২০২৪ সালে সংখ্যাটি ছিল ৭,৯৯০ এবং সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তা ১২,৩০০-এর মাইলফলক অতিক্রম করেছে।

