দিলীপকে কালো পতাকা, গো-ব্যাক

তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ১/বি ব্লক সভাপতি প্রদীপ বসাক বলেন, রাজনৈতিক দলগুলিকে সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ লক্ষ্য রেখে চলতে হয়

Must read

সংবাদদাতা, কোচবিহার : মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে তুফানগঞ্জ মহকুমার নাককাটিগাছ অঞ্চলের বড়াইতলা বাজার সংলগ্ন মাঠে বিজেপির কার্যকারিণী সভা করতে আসায় দিলীপ ঘোষের কনভয়ে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল স্থানীয় বাসিন্দা ও তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। স্থানীয় মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যার কথা মাথায় রেখে এই সভা বাতিলের দবিতে গত বুধবার তুফানগঞ্জ মহকুমা শাসক ও তুফানগঞ্জ থানায় আবেদন জানায় তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-রাতভর ধুন্ধুমার, দিল্লি পুরসভায় নতুন মেয়র শেলিকে হেনস্থা করল বিজেপি

মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন এই সভা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসনের অনুমতি ছাড়াই এই সভা করে বিজেপি। অবশেষে এদিন দিলীপ ঘোষ সভা করতে আসার সময় সভাস্থল থেকে ২০০ মিটার দূরে নাককাটিগাছ গ্রামপঞ্চায়েতের কদমতলা এলাকায় দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে স্থানীয় বাসিন্দা ও তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেন। তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ১/বি ব্লক সভাপতি প্রদীপ বসাক বলেন, রাজনৈতিক দলগুলিকে সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ লক্ষ্য রেখে চলতে হয়। মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে, সেটা সকলেই জানে। ছেলেমেয়েদের জীবনের বড় পরীক্ষা।

আরও পড়ুন-পাহাড়ে নির্বিঘ্নে মাধ্যমিক

নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের বড়ইতলা বাজারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কী করে মঞ্চবেঁধে জনসভা করলেন। বিজেপি সামাজিক দায়বদ্ধতাকে ভুলে গিয়ে শুধু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গণেশচন্দ্র বর্মন বলেন— “মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে সরকারি নির্দেশ অমান্য করে কেন বিজেপি এখানে সভা করল। এই সভা করায় মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছে। এর প্রতিবাদে আমরা আন্দোলনে নামব।”

Latest article