ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পেশোয়ারের একটি মসজিদ

জানা গিয়েছে বিস্ফোরণের সময় মন্দিরের ভিতরে অন্তত ২৬০ জন ছিলেন। জোরাল বিস্ফোরণের ফলে মসজিদের একটি অংশ ভেঙে পড়ে

Must read

আজ দুপুরে পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে বিস্ফোরণের জেরে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী আহতের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে।

আরও পড়ুন-‘আপনার সম্পর্কে যা যা বলা হচ্ছে তাতে বাংলার মানুষ খুশি নয়’, নোবেলজয়ীকে জেড প্লাস নিরাপত্তার নির্দেশ মুখ্যমন্ত্রীর

পেশোয়ারের পুলিশ লাইন এলাকার এই মসজিদ চত্বর আজ দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। প্রাথমিক ভাবে এটিকে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা বলেই মনে করছে স্থানীয় পুলিশ প্রশাসন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ৬টি নতুন বই প্রকাশ, তোপ দাগলেন বিরোধীদেরও

আজ দুপুরে প্রচুর সংখ্যক মানুষ মসজিদে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন। তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ চত্বর। জানা গিয়েছে বিস্ফোরণের সময় মন্দিরের ভিতরে অন্তত ২৬০ জন ছিলেন। জোরাল বিস্ফোরণের ফলে মসজিদের একটি অংশ ভেঙে পড়ে। সেই ধ্বংসস্তূপের নীচেও অনেক মানুষ চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে। নিহত এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে।

Latest article