নাগপুরে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির একটি কোম্পানিতে বিস্ফোরণ, মৃত ১০

সোলার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সত্যনারায়ণ নুয়াল এই বিষয়ে জানান, রবিবার সকালে শ্রমিকরা প্রতিরক্ষা সরঞ্জাম প্যাকেজিং করছিলেন।

Must read

নাগপুরে (Nagpur) প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির একটি কোম্পানিতে হঠাৎ করেই বিস্ফোরণ। এর ফলে প্রাণ গেল বেশ কয়েকজন শ্রমিকের। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ, রবিবার সকালে মহারাষ্ট্রের নাগপুর জেলার বাজারগাঁওয়ে সোলার ইন্ডাস্ট্রিজে একটি বিস্ফোরণ ঘটে। শেষ পাওয়া খবর অনুযায়ী দশজন শ্রমিক নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুন-জানুয়ারিতে খুলছে ‘জগন্নাথ করিডর’, পুরীতে ৩ দিন ধরে যজ্ঞ

সোলার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সত্যনারায়ণ নুয়াল এই বিষয়ে জানান, রবিবার সকালে শ্রমিকরা প্রতিরক্ষা সরঞ্জাম প্যাকেজিং করছিলেন। হঠাৎ বিস্ফোরণটা ঘটে। তিনি এই নিয়ে আরও বলেন, ‘আমি হতাহতের সঠিক সংখ্যা জানি না, তবে আমাকে জানানো হয়েছিল যে বিস্ফোরক বিস্ফোরণে পাঁচ থেকে ছয়জন মারা গিয়েছেন।’ প্রাথমিক ভাবে খবর, সোলার এক্সপ্লোসিভের মধ্যে কাস্ট বুস্টার প্ল্যান্টে প্যাকিং প্রক্রিয়া চলাকালীন বিস্ফোরণটি হয়। এই কারখানায় বোমা এবং ক্ষেপণাস্ত্র সহ প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামই তৈরি হয়। খবর পাওয়া মাত্রই নাগপুর গ্রামীণ পুলিশ এবং ফায়ার ব্রিগেড কর্মীদের একটি দল দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। নাগপুর (গ্রামীণ) পুলিশ সুপার হর্ষ পোদ্দার এই মর্মে বলেন, ‘আজ সকালে কাস্ট বুস্টার প্ল্যান্টে প্যাকিংয়ের সময় এই দুর্ঘটনাটি ঘটেছিল।’

আরও পড়ুন-শিশিরের শব্দের মতো, বিকেল নামে হলুদ হেমন্তের ডালে

উল্লেখ্য, এই বছরেরই অগস্ট মাসে আরেকটি দুর্ঘটনায় সোলার ইন্ডাস্ট্রিজে আরও এক শ্রমিকের মৃত্যু ঘটেছিল। সেই ঘটনায় বর্জ্য পোড়ানোর জায়গায় বর্জ্যপদার্থ ফেলতে গিয়ে আগুনে ঝলসে মৃত্যু হয়েছিল তার। দু’জন আহত হন। স্বাভাবিকভাবেই বার বার সেনার জন্য প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির একটি সংস্থার কারখানায় বিস্ফোরণ হওয়ায় এখানে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Latest article