কেরলের এর্নাকুলামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও ফরেন্সিক টিম পৌঁছে গিয়েছে।

Must read

কেরলের (Kerala) এর্নাকুলামে (Ernakulam) ভয়াবহ বিষ্ফোরণের ঘটনায় মৃত ১, আহত কমপক্ষে ২০। এর্নাকুলামের একটি কনভেনশন সেন্টারে হঠাৎ এই বিস্ফোরণ হয়। পরপর তিনবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। যাইও এই বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, এই বিস্ফোরণের পিছনে বড়সড় কোনও নাশকতার ছক রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা যাচ্ছে, কোচির কালামাসেরির কনভেনশন সেন্টারে আজ সকাল ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণটি হয়। এর্নাকুলামের একটি কনভেনশন সেন্টারে তখন প্রার্থনাসভা চলছিল। হঠাৎ বিস্ফোরণ হয়। কনভেনশন সেন্টারটিকে এই অবস্থায় পুলিশ ঘিরে রেখেছে।

আরও পড়ুন-প্রয়াত ফ্রেন্ডস-খ্যাত ম্যাথিউ পেরি

পর পর তিনটি বিস্ফোরণ হয়। ভিতরে থাকা সকলেই দৌড়ে পালানোর চেষ্টা করেন। হুড়োহুড়িতে অনেকে মাটিতে পড়ে যান। কমপক্ষে ১ জনের মৃত্যু ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ও ফরেন্সিক টিম পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন-জালিয়াতি, ইডি ধরল বিশ্ববিদ্যালয়ের তিন শীর্ষ কর্তাকে

কেরলের স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনার জেরে কোচির সব হাসপাতালের মেডিক্যাল কর্মীদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন। বিপর্যয় মোকাবিলা করতে বেশ কয়েকটি হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে। পরিস্থিতি আরও গুরুতর হতে পারে মনে করছে প্রশাসন। এই আবহে এনএসজি এবং সন্ত্রাস বিরোধী বাহিনীকে কালামাসেরিতে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র চার সদস্যের একটি দল কালামাসেরির উদ্দেশে রওনা দিয়েছে ।

Latest article