রাওয়ালপিন্ডি, ৪ মার্চ : নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া ক্রিকেট সিরিজ। ২৪ বছর পর পাকিস্তানে পা রেখেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। কিন্তু তাও রাওয়ালপিন্ডিতে শুক্রবার প্রথম টেস্ট শুরু হওয়ার দু’ঘন্টা আগে বোমা ফাটল সুদুর পেশোয়ারে। তাতে অন্তত তিরিশ জনের প্রাণ গিয়েছে বলে খবর। তিন টেস্টের সিরিজে অস্ট্রেলীয় ক্রিকেটারদের নিরাপত্তায় কম করেও ৪১০০ জন নিরাপত্তা-কর্মীকে মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ম্যাচের আগের এই ঘটনা চিন্তা বাড়িয়ে দিয়েছে পাক ক্রিকেট বোর্ডের।
আরও পড়ুন-বীণাপাণি দেবীর প্রয়াণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
পাকিস্তান অবশ্য এসব ঘটনাকে গুরুত্ব না দিয়ে কঠিন পরীক্ষার সামনে ফেলেছে প্যাট কামিন্সদের। প্রথম দিনের শেষে তারা এক উইকেট হারিয়ে ২৪৫ রান তুলেছে। ইনজামাম-উল-হকের ভাইপো বাঁহাতি ইমাম-উল-হক দু’বছর বাদে টেস্ট দলে ফিরে এসে ১৩২ রানে অপরাজিত রয়েছেন। কামিন্স, হ্যাজলউড ও স্টার্ককে নিয়ে গড়া অস্ট্রেলিয়ার নতুন বলের আক্রমণ এদিন ইমামের সামনে নিষ্ক্রিয় দেখিয়েছে। একমাত্র উইকেট নিয়েছেন বর্ষীয়ান স্পিনার নাথান লিয়ন। তিনি ওপেনার আবদুল্লা শফিককে ফিরিয়ে দেন ৪৪ রানে।