শেষ ম্যাচের আগে ক্ষমা চাইলেন মারিও

এবারের আইএসএল আগেই শেষ হয়ে গিয়েছে এসসি ইস্টবেঙ্গলের। তবু শনিবার লিগের শেষ ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ।

Must read

প্রতিবেদন : এবারের আইএসএল আগেই শেষ হয়ে গিয়েছে এসসি ইস্টবেঙ্গলের। তবু শনিবার লিগের শেষ ম্যাচ খেলতে নামছে লাল-হলুদ।
মারিও রিভেরার দলের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জিতলেও লিগ টেবলে ‘লাস্ট বয়’ই থাকবে ইস্টবেঙ্গল। তবু শেষ ম্যাচে সান্ত্বনা জয় পেয়ে মাথা উঁচু করে গোয়া ছাড়তে চাইছে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন-পেশোয়ারে বিস্ফোরণ, ইমামের সেঞ্চুরি, স্বস্তিতে পাকিস্তান

শেষ ম্যাচ খেলতে নামার আগে সমর্থকদের জন্য বার্তা দিয়ে দুঃখপ্রকাশ করলেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। মারিও বললেন, ‘‘স্পষ্ট করেই বলতে চাই, ভাল ফল করতে না পারার জন্য আমরা দুঃখিত। তবে সমর্থকরা নিশ্চয়ই এই দলটার লড়াকু মানসিকতার জন্য গর্বিত হবেন। আশা করি, আগামী মরশুমে ক্লাবের ঐতিহ্যের প্রতি সুবিচার করে দলের খেলোয়াড়রা আরও উন্নত পারফরম্যান্স করবে।’’
শেষ ম্যাচ জিতলেও লিগ টেবলে অবস্থানে পরিবর্তন হবে না। তবু মারিও মনে করছেন, ফুটবলারদের মনোবলে ঘাটতি নেই।

আরও পড়ুন-বীণাপাণি দেবীর প্রয়াণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

বলেন, ‘‘খেলোয়াড়রা সবাই পেশাদার। ওরা সব ম্যাচেই ভাল খেলতে এবং জিততে চায়। নিজেরাই নিজেদের উজ্জীবিত করতে পারে। তাছাড়়া কয়েকজন নিজেদের প্রমাণ করার জন্যই ভাল খেলতে চায়।’’ চোট- আঘাত নিয়ে ভাবিত নন। দলের তরুণদের শেষ ম্যাচে সুযোগ দিতে চান ইস্টবেঙ্গল কোচ।

Latest article