আজ রবিবার দক্ষিণ হাওড়ার ৪৬ নাম্বার ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস এক রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান করেন প্রায় ৬০ জন। কিছুদিন আগে ৪৬ নাম্বার ওয়ার্ডের তৃণমূল নেতা বিকাশ ঘোষ প্রয়াত হন, তাঁর স্মরণে নীরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হয় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি কল্যাণ ঘোষ, হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তুষার কান্তি ঘোষ, দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী, সাঁকরাইল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রিয়া পাল, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) জয়হিন্দ বাহিনীর সভাপতি পার্থ বোস সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা।
রক্তদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাওড়া তৃণমূল জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তুষার কান্তি ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা পদ পাওয়ার জন্য রাজনীতি করে না। মানুষের পাশে থাকার জন্য রাজনীতির ময়দানে নামে। তিনি স্পষ্ট বলেন, দল সবাই কে পদ দিতে পারবে না – কারণ সেটা সম্ভব নয় তবে তিনি যতদিন দ্বায়িত্বে আছেন ততদিন হাওড়া জেলায় কোনও তৃণমূল যুব কংগ্রেসের কর্মী কোনও দিন কোনও রকম অসম্মানিত হবেন না।
আরও পড়ুন – বিজেপিকে উৎখাত করার ডাক দিয়ে মহামিছিল
হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কল্যাণ ঘোষ বলেন, “ভোটের রাজনীতি আমরা করি না। ভোটের সময় ‘ ভোট পাখি ‘ হয়ে আমরা উড়ে আসি না, আমরা সব সময় মানুষের পাশে থাকি। আর সেই কারণেই অসুস্থ মানুষের যাতে সময় মতো রক্তের প্রয়োজন মেটানো যায় তাই দিকে দিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা উদ্যোগ নিয়ে রক্তদান শিবির করছে। আমি তাদের অভিনন্দন জানাই।”
দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী বলেন, “আমি আপনাদের আশীর্বাদেই বিধায়ক হয়েছি তাই সবসময় আপনাদের সুখ দুঃখের সাথী হতে চাই। এখনও দক্ষিণ হাওড়ার সব জায়গায় আমি পৌঁছাতে পারিনি কিন্তু আমি প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাব। কারও কোনও সমস্যা হলে আমায় জানান আমি সেই সমস্যার সমাধান করার জন্য সর্বদা আপনাদের পাশে আছি। মনে রাখবেন আমি বিধায়ক হতে পারি কিন্তু আমিও আপনাদের মতোই একজন তৃণমূল কংগ্রেস কর্মী।”