গোয়ায় ভোটের ৪৮ ঘণ্টা আগে সম্প্রচারিত ভিডিয়ো জাল দাবি জানিয়ে কমিশনে তৃণমূল কংগ্রেস 

Must read

সম্প্রতি একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত স্টিং অপারেশনে দেখা যায়, ভোটের পর কী ভাবে বিধায়ক কেনাবেচা করা হবে তা নিয়ে আলোচনা করছেন গোয়ার কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের (Goa Trinamool Congress) প্রার্থীরা। আলোচনার সেই ভিডিও তে প্রকাশ পেয়েছে ভোটের পর দল পরিবর্তনের প্রসঙ্গও। ভিডিয়োটিতে দেখা যায় প্রার্থীরা আলোচনা করছেন, ভোটে জিতলে কী কী আর্থিক এবং ব্যবসায়িক সুবিধা হবে তা নিয়ে।

আম আদমি পার্টি ও একটি সাংবাদমাধ্যমের বিরুদ্ধে টিভিতে ‘বিকৃত’ স্টিং অপারেশনের ভিডিয়ো প্রচার করে দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ গোয়া তৃণমূল কংগ্রেসের। ভোট শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে সম্প্রচারিত এই ভিডিয়োটি নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়ে শনিবার রাতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল (Goa Trinamool Congress)।

আরও পড়ুন – তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসবে চাঁদের হাট 

ভিডিয়োটিতে কথা বলতে দেখা যায় কংগ্রেস নেতা স্যাভিও ডি’সিলভা, আভের্তানো ফুর্তাদো এবং সঙ্কল্প আমনকার এবং তৃণমূল নেতা চার্চিল আলেমাও কে। ভিডিওটি দেখানোর পর কিছু ক্ষণের মধ্যেই তা সরিয়ে নেয় চ্যানেলটি।

ভিডিয়োটিকে ভুয়ো বলে দাবি করেছেন গোয়া তৃণমূলের (Goa Trinamool Congress) সহ-কোর্ডিনেটরের দায়িত্বে থাকা সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, ‘‘আপ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ভিডিয়টি সম্প্রচার করেছে। সেখানে বেনাউলিমের প্রার্থী চার্চিল আলেমাও হিসাবে যাকে দেখা যাচ্ছে তিনি আসলে চার্চিল নন।’’ কেন আপের দিকে আঙুল তুলছে তৃণমূল ? সুস্মিতা বলেন, ‘‘এটা স্পষ্টতই একটা গভীর রাজনৈতিক চক্রান্ত। তার কারণ আপ ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছে।’’

Latest article