রিতিশা সরকার, শিলিগুড়ি: আগামী ২২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুর বোর্ড গঠন হতে চলেছে। ভোট গণনার তিনদিন পরে রাজ্য সরকারের পুরনগর উন্নয়ন দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। মেয়র হিসাবে ঘোষিত হয়েছেন গৌতম দেব। বৃহস্পতিবার বিকেলে শিলিগুড়ি পুর কর্পোরেশনে বোর্ড গঠনের বিজ্ঞপ্তি এসে পৌঁছয়। বোর্ড গঠনের যে পদ্ধতিগত প্রথম মিটিং তা পরিচালনা করবেন ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কমল আগরওয়াল। এদিনই মেয়র হিসেবে শপথ নেবেন গৌতম দেব।
গৌতম দেবকে শপথবাক্য পাঠ করাবেন জেলাশাসক এস পান্নাবালাম। কমল আগরওয়াল বলেন, ‘‘নোটিফিকেশনের কপি হাতে পেয়েছি। মেয়র হওয়ার পদ্ধতিগত প্রথম মিটিং পরিচালনা করার দায়িত্ব দল আমাকে দিয়েছে।’’ উল্লেখ্য, কলকাতা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শিলিগুড়িতে অভিজ্ঞতার বিচারে গৌতম দেকেই মেয়র করা হবে। এরপর শিলিগুড়ি সফরে এসে নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন তিনি।
নতুন আঙ্গিকে তৈরি হবে শিলিগুড়ি শহর এই প্রতিশ্রুতি দেন তিনি। পুরভোটে বিপুল সাড়া পেয়ে মুখ্যমন্ত্রীর আভাসমতোই মেয়র হিসাবে নাম ঘোষণা হয় গৌতম দেবের। ২২ ফেব্রুয়ারি নতুন শিলিগুড়ি গড়ার লক্ষ্য নিয়ে মেয়র হিসাবে শপথ নেবেন তিনি। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী রোডম্যাপ তৈরি করে দিয়েছেন। সেইমতো কাজ করব।’’