মাধ্যমিকের জন্য পর্ষদের নির্দেশ

অন্যথায় দেরি হলে পর্ষদকে রিপোর্ট দিয়ে তার কারণ জানাতে হবে। জেলায় জেলায় এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

Must read

প্রতিবেদন : দু’ঘণ্টা করে এগিয়ে এসেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা। তাই শিক্ষক-শিক্ষিকাদেরও পরীক্ষার হলে ঢোকার সময়সীমা এগিয়ে আনার কথা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। এক বিজ্ঞপ্তি জারি করে পর্ষদের তরফে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়ে আটটার মধ্যে ঢুকতে হবে।

আরও পড়ুন-বঞ্চনার প্রতিবাদে রাজপথে তৃণমূল

অন্যথায় দেরি হলে পর্ষদকে রিপোর্ট দিয়ে তার কারণ জানাতে হবে। জেলায় জেলায় এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছাত্রছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে সকাল সাড়ে আটটার পর থেকে। ৯টা ১৫ নাগাদ মুখবন্ধ খামে প্রশ্ন যাবে পরিদর্শকদের কাছে। ৯.৩৫ মিনিটে হলে ঢুকবেন পরিদর্শকরা। এরপর সবার সামনে ৯.৪৫-এ প্রশ্ন খুলে তা পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে। ৯.৫৫ মিনিটে খাতা দেওয়া হবে, দশটা থেকে লেখা শুরু করতে পারবে পরীক্ষার্থীরা।

Latest article