মহিলা চ্যাম্পিয়ন্স লিগের ভাবনায় তিন দেশের বোর্ড

ভারতের ডব্লুপিএলের দলগুলির পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেবে অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশ এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ক্রিকেটের দলগুলি।

Must read

লন্ডন, ১৪ জুলাই : ভারতে মেয়েদের আইপিএল উদ্বোধনী বছরেই জনপ্রিয়তা পেয়েছে। স্পনসর এবং টিভি সম্প্রচার স্বত্ব থেকেও মোটা অঙ্কের অর্থ উপার্জন করেছে বিসিসিআই। এরপরই ক্রিকেট অস্ট্র্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে নিয়ে নতুন পরিকল্পনায় ভারতীয় বোর্ড। এবার মেয়েদের টি-২০ চ্যাম্পিয়ন্স লিগ শুরুর পরিকল্পনা তিন বোর্ডের।

আরও পড়ুন-সামনে ইউনাইটেড, সতর্ক মহামেডান

সব কিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই শুরু হতে পারে মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগ। ভারতে ডব্লুপিএল প্রথম বছরেই বড় অঙ্কের লভ্যাংশ দিয়েছে। মেয়েদের টি-২০ চ্যাম্পিয়ন্স লিগ থেকেও এমনই আয় করতে চায় তিন দেশের বোর্ড। গত মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় এই পরিকল্পনা নিয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার আলোচনাও হয়েছে। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসি কনফারেন্সেও আরও এক প্রস্থ বৈঠক হয়েছে তিন বোর্ডের মধ্যে। এমনকী আইসিসি-র কাছে মেয়েদের টি-২০ চ্যাম্পিয়ন্স লিগের জন্য একটা উইন্ডোও চাওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন-দিল্লিতে বানভাসি উদ্ধারে সেনা

চ্যাম্পিয়ন্স লিগে কোন কোন দল খেলবে, তারও একটা রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। ভারতের ডব্লুপিএলের দলগুলির পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেবে অস্ট্রেলিয়ার মহিলা বিগ ব্যাশ এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ক্রিকেটের দলগুলি। হরমনপ্রীত কৌর, শেফালি ভার্মাদের সঙ্গে খেলতে দেখা যাবে অন্যান্য দেশেরও সেরা ক্রিকেটারদের।

Latest article