রৌনক কুণ্ডু, কোচবিহার: নৌকাবাইচ প্রতিযোগিতা ঘিরে আগে তুফানগঞ্জে ছিল আলাদা আগ্রহ। কিন্তু মাঝে এই খেলা বন্ধ হয়ে গিয়েছে। গ্রামবাসীদের হারিয়ে যাওয়া আনন্দ ফেরাতে উদ্যোগে নিয়েছে তৃণমূল কংগ্রেস। চাঁদা তুলে এই খেলার আয়োজনে চলছে জোর তোড়জোড়। ইতিমধ্যেই নৌকা বানানোর জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেরা অর্থ জোগাড় করে গ্রামবাসীদের এই খেলার আনন্দ দিতে উদ্যোগ নিয়েছেন। তুফানগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজেশ তন্ত্রী জানান, নৌকাবাইচ খেলা গ্রামের প্রচলিত খেলা ছিল। তুফানগঞ্জের নদী-লাগোয়া গ্রামে এই নৌকাবাইচ খেলা একসময় বেশ প্রচলিত ছিল।
আরও পড়ুন-দিল্লি পুলিশের বিরুদ্ধে মহিলা নেত্রীদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের
ফের গ্রামবাসীদের সেই আনন্দ দিতে উদ্যোগ নিয়েছেন৷ তৃণমূল কংগ্রেস কর্মী মিলন আলি, রাহুল হক, রাজেশ তন্ত্রীরা জানান দুটি নৌকা তৈরিতে খরচ হবে চার লক্ষ টাকা। সেই টাকা জোগাড় করতে নিজেরা সবাইকে নিয়ে উদ্যোগ নিয়েছেন৷ দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের বক্সিরকুঠি এলাকায় দুটি নৌকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নৌকা তৈরির কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। পুজোর পরেই শুরু হবে এই নৌকাবাইচ খেলা। তুফানগঞ্জের রায়ডাক, গদাধর-সহ বিভিন্ন নদীতে হবে নৌকাবাইচ খেলা। ইতিমধ্যেই নদীতে দ্রুতবেগে নৌকা চালানোর প্রস্তুতি শুরু করেছেন স্থানীয় যুবকরা। পুজো শেষে তুফানগঞ্জের দেওচড়াই গ্রামের নদীতে নৌকাবাইচ খেলা দেখার অপেক্ষায় আছেন গ্রামবাসীরা। প্রাচীন খেলা ফের চালু করতে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব যে উদ্যোগ নিয়েছে তাতে খুশি গ্রামবাসীরা।