বাম-কং আমলের দাবি পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিগগিরই চালু হচ্ছে নেতাজি সুভাষ সেতু

স্থানীয় মানুষের দাবি, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সেতুটি নির্মাণ হচ্ছে তাই তিনিই সেতুটির উদ্বোধন করুন।

Must read

সংবাদদাতা, মালদহ : স্বাধীনতার পর এই প্রথম যাতায়াতের ক্ষেত্রে মুক্তির স্বাদ পেতে চলেছেন ইংরেজবাজারের ফুলবাড়িয়া অঞ্চলের মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হওয়া কালিন্দ্রী নদীর উপর নেতাজি সুভাষ সেতুর উদ্বোধন হবে শীঘ্রই। কংগ্রেস ও বামেদের আমলে আর্জি জানিয়েও কাজ হয়নি। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এই নদীর উপর সেতু তৈরির নির্দেশ দেয়। ২০১৮ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সেতুর শিলান্যাস করেন।

আরও পড়ুন-তৃণমূলের উদ্যোগে তুফানগঞ্জে ফিরছে নৌকাবাইচ

এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ২৮ কোটি টাকা বরাদ্দ করে। শুরু হয় দ্রুতগতিতে কাজ। ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া ও নঘরিয়া এলাকার বুক চিরে গিয়েছে কালিন্দ্রী নদী। শুখা মরশুমে অস্থায়ী বাঁশের সেতুর ওপর দিয়ে চলাচল করতেন এলাকার মানুষজন। কালিন্দ্রী নদীর এপার ওপার মিলিয়ে বিনপাড়া, ফুলবাড়িয়া, নঘরিয়া, বালুপুর, তাঁতিপাড়া, দেড়শালা, ভগবানপুর, কড়িটোলা, হরিপুর, একবর্ণা-সহ মোট ২৫টি গ্রাম আছে। মালদহ-মানিকচক রাজ্য সড়ক ও ৮১ নং জাতীয় সড়কের মাঝখানে কালিন্দ্রী নদীর ওপর তৈরি হচ্ছে এই সেতু। একদা ফুলবাড়িয়া গ্রামে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ইতিহাস বিজড়িত কালিন্দ্রী নদীর উপর তৈরি হওয়া সেতুটির তাই নামকরণ করা হয়েছে নেতাজির নামে।

আরও পড়ুন-দিল্লি পুলিশের বিরুদ্ধে মহিলা নেত্রীদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের

স্থানীয় মানুষের দাবি, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সেতুটি নির্মাণ হচ্ছে তাই তিনিই সেতুটির উদ্বোধন করুন। ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জাইদুর শেখ জানান, গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article