সংবাদদাতা, বালুরঘাট : দুধ গরম করতেই ক্রমেই রূপ নিতে শুরু করছে রাবারের— এই খবর চাউর হতেই ফের প্লাস্টিক-দুধের আতঙ্ক বালুরঘাটে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ডাকবাংলা পাড়া এলাকার চা-ব্যবসায়ী দীপক সরকার এক গোয়ালার কাছ থেকে গরুর দুধ কিনে উনুনে চাপিয়ে তা গরম করতেই ওই চা-ব্যবসায়ীর চক্ষু কার্যত চড়কগাছ। তিনি দেখেন গরম হতে থাকা দুধ ক্রমে শক্ত হয়ে রাবারের রূপ নিচ্ছে।
আরও পড়ুন-জিএসটি প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি
এরপরে তিনি স্থানীয় বাসিন্দাদেরকেও বিষয়টি দেখান। ঘটনার খবর লোকমুখে চাউর হতেই ফের বালুরঘাট শহরে প্লাস্টিক-দুধের আতঙ্ক ছড়ায়। চা-ব্যবসায়ী দীপক সরকার-এর দাবি, তিনি অন্যান্য দিন প্যাকেটের দুধ কিনে দোকানে চা বানান। কিন্তু এক গোয়ালা তাঁকে দুধ এনে দেওয়ার পর তিনি দুধ গরম করতেই এরকম হতে দেখে হতবাক হয়ে যান। বালুরঘাটের কয়েকটি এলাকা থেকে ভেজাল দুধের অভিযোগ এসেছে পুলিশের কাছে। এই বিষয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।