মস্কো থেকে গোয়াগামী চার্টার্ড বিমানে বোমাতঙ্ক

বিমানবন্দর সূত্রে খবর, রাশিয়ার পার্ম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আজুর এয়ারের একটি চার্টার্ড বিমান।

Must read

প্রতিবেদন : ফের বিমানে বোমাতঙ্ক। মস্কো থেকে গোয়াগামী একটি চার্টার্ড বিমানে বোমা রয়েছে বলে ই মেল আসে গোয়ার ডাম্বোলিম বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। বিমানটি ২৩৮ জন যাত্রী নিয়ে রাশিয়ার পার্ম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছিল। ওই ই মেল দেখার পরই কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে উজবেকিস্তানে ঘুরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ১১ দিনে দু’বার মস্কো-গোয়া বিমানে বোমাতঙ্ক ছড়াল ।

আরও পড়ুন-মোদি জমানায় কলঙ্কিত ক্রীড়াক্ষেত্র

বিমানবন্দর সূত্রে খবর, রাশিয়ার পার্ম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আজুর এয়ারের একটি চার্টার্ড বিমান। ভারতীয় আকাশ সীমায় ঢোকার আগেই একটি হুমকি ই মেল আসে গোয়া বিমানবন্দরে। তারপরই বিমানটি ঘুরিয়ে দেওয়া হয় উজবিকেস্তানের দিকে।
জানা গিয়েছে, শনিবার সকাল ৪টা ১৫ মিনিট নাগাদ গোয়ার ডাম্বোলিম বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। রাত সাড়ে সাড়ে ১২টা নাগাদ বিমানবন্দরের ডিরেক্টরের কাছে হুমকি ই মেলটি আসে। সঙ্গে সঙ্গে কোনওরকম ঝুঁকি না নিয়ে গোয়াগামী বিমানটিকে উজবিকেস্তানে পাঠানো হয়।

আরও পড়ুন-ঋষির জরিমানা

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি মস্কো-গোয়া বিমানেও ছড়িয়েছিল বোমাতঙ্ক। এয়ার ট্রাফিক কন্ট্রোলে আসা একটি ফোনে দাবি করা হয়েছিল, বিমানের মধ্যে বোমা রয়েছে। সেই বিমানে সেই সময় ছিলেন ২৪৪ জন যাত্রী। বিমানটি ঘুরিয়ে গুজরাতের জামনগরে নামানো হয়। তবে বিমানের মধ্যে তল্লাশি চালিয়েও কোনও বোমার সন্ধান মেলেনি। কয়েকদিন আগে দিল্লি-পুণের স্পাইস জেটের বিমানেও বোমা রয়েছে বলে খবর মেলে। যদিও শেষ অবধি কোনও বোমা পাওয়া যায়নি।

Latest article