পঞ্চায়েত প্রধানের ওপর বোমা-পিস্তল নিয়ে হামলা

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর ১ ব্লকের লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা ওই ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আলতাব আলির হত্যার রেশ কাটতে না কাটতেই ফের মুর্শিদাবাদে (Murshidabad) এক তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর বোমা ও গুলিতে হামলার অভিযোগ উঠল। বুধবার সন্ধেয়, নওদা থানার মধুপুর গ্রামপঞ্চায়েত অফিসের সামনে। অভিযোগ, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা সেলিম রেজা সর্দারের উপর বোমা ও পিস্তল নিয়ে হামলা চালায়। বরাত জোরে একটি বাড়িতে ঢুকে পড়ে কোনওরকমে রক্ষা পান। বুধবার সন্ধেয় মধুপুর পঞ্চায়েত অফিসের খুব কাছে একটি টোটোর ধাক্কায় একটি ছাগল মারা যায়। সেই সময় সেলিম রেজার এক আত্মীয় ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। অভিযোগ, তিনি নাকি টোটোটিকে ধরার চেষ্টাই করেননি। কিছু গ্রামবাসী রেজার ওই আত্মীয়কে মারধরও করে। ঘটনাটি রেজাকে জানালে তিনি ঘটনাস্থলে হাজির হন। সেই সময়ই হঠাৎ তিন-চারজন মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ও বোমা ছুঁড়তে শুরু করে।
গ্রামবাসীদের বক্তব্য, দুষ্কৃতীরা কমপক্ষে চার রাউন্ড গুলি ও আটটি বোমা ছুঁড়েছে। কোনওক্রমে দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন রেজা। নওদা থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। নওদার তৃণমূল বিধায়িকা শাহিনা মমতাজ খান বলেন, পুলিশকে জানিয়েছি, কারা এই হামলার পিছনে। আশা করব, দ্রুত দুষ্কৃতীরা গ্রেফতার হবে।

আরও পড়ুন-ফের হার মার্কাসদের, গোল বাতিলে চিঠি

Latest article