প্রতিবেদন : কলেজিয়াম ব্যবস্থার মাধ্যমে বিচারপতি নিয়োগের কড়া সমালোচনা শোনা গিয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও দেশের আইনমন্ত্রী কিরেন রিজিজুর গলায়। বিচার বিভাগকে অসম্মান করছেন, এমনই দাবি জানিয়ে ধনকড় ও রিজিজুর বিরুদ্ধে দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। ওই জনস্বার্থ মামলাটির শুনানি গ্রহণে সম্মত হল বম্বে হাইকোর্ট।
আরও পড়ুন-নৌশাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকা নিয়ে প্রশ্ন, ধর্মগুরুরা ধর্মেই থাকুন রাজনীতিতে আসছেন কেন?
আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় ভি গঙ্গাপুরওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, গত ডিসেম্বরে দিল্লিতে একটি অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেছিলেন, জনগণের ভোটে নির্বাচিত আইনসভার সদস্যদের পাশ করা আইনকে অসংবিধানিক বলছে দেশের সর্বোচ্চ আদালত। এমন নজির বিশ্বে আর কোথাও মিলবে না। অন্যদিকে কেন্দ্রীয় আইনমন্ত্রী বিভিন্নভাবে কলেজিয়াম ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ কারণেই বম্বে লইয়ার্স অ্যাসোসিয়েশন তাঁদের বিরুদ্ধে জনস্বার্থ মামলাটি দায়ের করে। ওই আবেদনে বলা হয়েছে, উপরাষ্ট্রপতি এবং আইনমন্ত্রী যেভাবে বিচারবিভাগ নিয়ে মন্তব্য করেছেন তা অত্যন্ত অসম্মানজনক।