চা বাগানে বোনাস-জটিলতা, আন্দোলনে তৃণমূল

Must read

আলিপুরদুয়ার : একের পর এক বৈঠকের পরেও কাটেনি জটিলতা। শ্রমিকদের দাবি কুড়ি শতাংশ বোনাস (Bonus) চাই। এই টাকা দিতে রাজি নয় বাগান মালিকরা। চা শ্রমিকদের স্বার্থে এই নিয়ে উত্তরের চা বলয়ে আন্দোলনে তৃণমূল চা শ্রমিক সংগঠন। চা বলয়ের শ্রমিকদের ২০ শতাংশ পুজো বোনাসের দাবিতে শুক্রবার সকাল থেকে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গেট মিটিংয়ে সামিল হয় তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন।

উল্লেখ্য উত্তরের চা বলয়ের শ্রমিকদের পুজো বোনাস নিয়ে গতকাল কলকাতায় দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে মালিকপক্ষ জানায় ৮.৫ শতাংশ বোনাস (Bonus) দেওয়া হবে, কিন্ত শ্রমিকদের দাবি ২০ শতাংশ বোনাস। এদিন দীর্ঘ ৬ ঘণ্টা বৈঠক চলে, কিন্ত কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে বৈঠক ভেস্তে যায়। আগামী ৫ ও ৬ অক্টোবর পুনরায় বোনাস নিয়ে বৈঠক ডাকা হয়েছে। এদিকে ২০% বোনাসের দাবিতে অনড় তৃণমূল।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে সফল বৈঠক লুলু শিল্পগোষ্ঠীর, রাজ্যে গড়বে আন্তর্জাতিকমানের শপিংমল

শুক্রবার সকালে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিটি বাগানে চলে গেট মিটিং। এদিন গেট মিটিংয়ে সামিল হয় শ্রমিকরা। শ্রমিক সংগঠনের স্পষ্ট বক্তব্য ২০ শতাংশ বোনাস তাদের দরকার। এদিন মালঙ্গী, ভার্ণাবাড়ি, কালচিনি, ডীমা, রায়মাটাং-সহ প্রায় প্রতিটি চা বাগানে গেট মিটিং আয়োজিত হয়।

Latest article