সব ছোটদের জন্য

পুজো উপলক্ষে প্রতিবছর প্রকাশিত হয় বেশকিছু ছোটদের পত্রিকার শারদীয়া সংখ্যা ও সংকলন। বেরিয়েছে এই বছরও। আজ মহালয়ার দিন কয়েকটি শারদীয়ার উপর আলোকপাত করলেন অংশুমান চক্রবর্তী

Must read

আমপাতা জামপাতা
সম্পাদক : দেবাশিস্ বসু
ছোটদের আনন্দবার্ষিকী ‘আমপাতা জামপাতা’। পায়ে পায়ে দশ বছর। এর মধ্যেই সাহিত্য মহলে সমাদৃত। সম্প্রতি প্রকাশিত হয়েছে ৪৪০ পৃষ্ঠার সংকলন। বিশেষ রচনা লিখেছেন পবিত্র সরকার। শিরোনাম ‘কাকচরিত্র’। বিষয় সাধারণ। পরিবেশনার গুণে লেখাটি অসাধারণ হয়ে উঠেছে। ভারতীয় বিজ্ঞানী গোপালসমুদ্রম নারায়ণ রামচন্দ্রমের জন্মশতবর্ষ চলছে। তাঁকে স্মরণ করেছেন শ্যামল চক্রবর্তী।
আছে দশটি উপন্যাস। লিখেছেন শেখর বসু, স্বপন বন্দ্যোপাধ্যায়, হেমেন্দুশেখর জানা, শিশির বিশ্বাস, সৈকত মুখোপাধ্যায়, দেবজ্যোতি ভট্টাচার্য, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, জয়দীপ চক্রবর্তী, সাগরিকা রায়, নন্দিতা মিশ্র চক্রবর্তী। প্রতিটি লেখাই ছোটদের মনের মতো। সৌমিত্র বসুর নাটকটিও দুর্দান্ত। স্কুলে-পাড়ার ক্লাবে মঞ্চস্থ করা যায়।

আরও পড়ুন-ঝুলন গোস্বামীকে ধন্যবাদ জানিয়ে আবেগঘন ট্যুইট মুখ্যমন্ত্রীর

এবার গল্প। প্রত্যেকটাই শরতের রোদের মতো ঝলমলে। বিশেষভাবে উল্লেখ করতে হয় অমর মিত্র, অশোককুমার মিত্র, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, জয়ন্ত দে, দীপান্বিতা রায়, চুমকি চট্টোপাধ্যায়, রাজা ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় দেবনাথ, সঞ্জয় কর্মকারের নাম। ছন্দছড়ায় ছক্কা হাঁকিয়েছেন শ্যামলকান্তি দাশ, দীপ মুখোপাধ্যায়, রূপক চট্টরাজ, বীথি চট্টোপাধ্যায়, দ্বৈতা হাজরা গোস্বামী, সুস্মেলী দত্ত, অনির্বাণ ঘোষ। ভ্রমণ বিষয়ক লেখা আছে দুটি। সব্যসাচী চক্রবর্তী ও দেবাশিস সেনের। এ-ছাড়াও আছে ক্যুইজ, খেলা বিষয়ক লেখা এবং কমিকস। যাদের জন্য এই আয়োজন, আশা করা যায় তাদের মুখে হাসি ফুটবে। প্রচ্ছদশিল্পী দেবাশিস রায়। দাম ৩৯৯ টাকা।
জলফড়িং
সম্পাদক : কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
যাঁরা ছোটদের পত্রপত্রিকার খোঁজখবর রাখেন, তাঁদের কাছে পরিচিত নাম ‘জলফড়িং’। প্রকাশিত হয়েছে ৪৪৮ পৃষ্ঠার শারদীয়া সংখ্যা। শুরুতেই দুটি সাক্ষাৎকার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়ে বিশেষ কিছু বলার নেই। তবে ভবানীপ্রসাদ মজুমদারের সাক্ষাৎকারটি এই সংখ্যার বিশেষ প্রাপ্তি।

আরও পড়ুন-চাঁদা নয়, অনুদানেই হয় পুজো

অসাধারণ প্রবন্ধ লিখেছেন অমিত্রসূদন ভট্টাচার্য। শিরোনাম ‘রবীন্দ্রনাথের স্বপ্নের কবিতা’। কবিগুরুর বিভিন্ন স্বপ্নের কবিতার পিছনে আছে কোনও-না-কোনও গল্প। সেগুলোকে সামনে রেখে লেখাটি সাজানো হয়েছে।
গল্প লিখেছেন প্রবীণ এবং নবীন লেখকরা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, স্বপন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তালিকায় আছেন জয়দীপ চক্রবর্তী, শুভমানস ঘোষ, মনজিৎ গাইন প্রমুখ। প্রতিটি গল্পই সুলিখিত।
ছয়টি বিভিন্ন স্বাদের উপন্যাস। লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়, শেখর বসু, ভগীরথ মিশ্র, নলিনী বেরা, রতনতনু ঘাটী, চঞ্চলকুমার ঘোষ। পাঠের শেষে মনের মধ্যে এক অদ্ভুত ভালোলাগা জন্ম নেয়।

আরও পড়ুন-নিউ গড়িয়া-রুবি মেট্রোর ট্রায়াল শুরু

বিজ্ঞানের গল্প লিখেছেন শ্যামল চক্রবর্তী। পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী দূরবিনের সঙ্গে পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছে এই লেখা। অনুপম মুখোপাধ্যায় লিখেছেন নাটক। ছোটদের ‘উচিত শিক্ষা’ দিয়েছেন তিনি।
পাতায় পাতায় কাশফুলের মতো মাথা দোলাচ্ছে পবিত্র সরকার, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, চন্দন নাথ, দীপ মুখোপাধ্যায়, দেবাশিস বসু, বসন্ত প্রামাণিক প্রমুখের কবিতা। খেলা এবং ভ্রমণ বিষয়ক লেখার পাশাপাশি আছে কুইজ, অজানা খবর, কমিকস। সবমিলিয়ে জমজমাট একটি সংখ্যা। দেবব্রত ঘোষের প্রচ্ছদ অপূর্ব। দাম ২৪০ টাকা।
কিশলয়
সম্পাদক : অতীন জানা
ছিমছাম ছোটদের কাগজ ‘কিশলয়’। প্রকাশিত হয়েছে ১৩৬ পৃষ্ঠার উৎসব সংখ্যা। বাঙালির সেরা উৎসব আজ পৃথিবীর উৎসব। সম্পাদকীয়তে সেই প্রসঙ্গে কিছু কথার পাশাপাশি আছে ছোটদের প্রতি সময়োপযোগী সুপরামর্শ।

আরও পড়ুন-গাজিয়াবাদ থেকে গ্রেফতার আমির

প্রকাশিত হয়েছে কয়েকটি নিবন্ধ। দেবজ্যোতি ভট্টাচার্য শুনিয়েছেন ‘ধাঁধাজীবদের গল্পসল্প’। ঝরঝরে লেখনী। অজানাকে জানতে সাহায্য করে। শিশু সাহিত্যিক মনোরঞ্জন ভট্টাচার্যকে নিয়ে নিবন্ধ উপহার দিয়েছেন অমিতাভ চক্রবর্তী। মানস প্রতিম দাসের লেখার বিষয় তিমি মাছ। অসিতাভ দাস লিখেছেন আন্দামানের সেলুলার জেল নিয়ে। স্বাধীনতা যুদ্ধের এক অনালোচিত ইতিহাস তুলে ধরেছেন তপনকুমার সামন্ত।
দুটি উপন্যাস। অতীন জানার রহস্য-মোড়া কাহিনি ‘তুলসীদাসের পুঁথি’। পাশাপাশি একটি মন্দিরনগরীকে ঘিরে ইতিহাস-আশ্রিত কাহিনি ‘সন্ধ্যা আরতি’ বুনেছেন হিমাদ্রিকিশোর দাশগুপ্ত। দুটি উপন্যাসেই আছে গতি। পড়তে ভাল লাগে। উপন্যাসিকা লিখেছেন সুব্রত বসু। মন ছুঁয়ে যায় শিশির বিশ্বাস, দেবাশিস সেন, সঞ্জিতকুমার সাহার গল্প এবং সুনির্মল চক্রবর্তী, দীপ মুখোপাধ্যায়, চন্দন নাথ, শ্যামাচরণ কর্মকার, নুরজামান শাহের ছড়া। গৌতম চট্টোপাধ্যায়ের প্রচ্ছদে একরাশ আনন্দ লেগে আছে। দাম ৬০ টাকা।

আরও পড়ুন-গাড়িতেই খুন করা হয়েছিল দুই কিশোরকে

খুশির হাওয়া
সম্পাদক : কৃষ্ণেন্দু দেব
মাত্র দু বছরের পত্রিকা ‘খুশির হাওয়া’। এরমধ্যেই পেয়েছে সাহিত্যপ্রেমীদের ভালবাসা। পুজোবার্ষিকী ১৪২৯-এ মুদ্রিত হয়েছে বিভিন্ন বিষয়ের লেখা। সাগরিকা রায়ের উপন্যাসের পাশাপাশি আছে শিশিরকুমার বিশ্বাস ও হিমাদ্রিকিশোর দাশগুপ্তর উপন্যাসিকা। তিনটি লেখার মধ্যেই পাঠকদের টেনে রাখার ক্ষমতা আছে। নাটক লিখেছেন তৃষ্ণা বসাক। একটি কালো অ্যাম্বাসাডারকে নিয়ে আশ্চর্য স্মৃতিকথা উপহার দিয়েছেন ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। লেখাটা মর্মস্পর্শী। নিজের ছেলেবেলার গল্প মেলে ধরেছেন সৈকত মুখোপাধ্যায়।
ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়, অনন্যা দাশ, পুষ্পেন মণ্ডল প্রমুখের গল্পে মিশে রয়েছে শিউলি-সুবাস। ছড়া-কবিতায় মাতিয়েছেন যশোধরা রায়চৌধুরি, জয়দীপ চক্রবর্তী, স্মরণজিৎ চক্রবর্তী, স্বপনকুমার রায়, মানস চক্রবর্তী, মেধস ঋষি বন্দ্যোপাধ্যায়, প্রদীপ্ত সামন্ত প্রমুখ। অদ্ধিজা চিকি, প্রবাহনীল দাস, প্রজ্ঞা সামন্তর কাঁচা হাতের পাকা লেখা ছোটদের পাতাকে সমৃদ্ধ করেছে। এ-ছাড়াও আছে অনুবাদ, লোককাহিনি, ভ্রমণ, খেলাধুলো, ধারাবাহিক, পছন্দসই বই, চিঠির ঝুলি প্রভৃতি বিভাগ। সবমিলিয়ে ২০০ পৃষ্ঠার আকর্ষণীয় একটি সংখ্যা। প্রচ্ছদ শিবশঙ্কর ভট্টাচার্যর। দাম ১৬০ টাকা।

আরও পড়ুন-বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা সংসদ

আনন্দকানন
সম্পাদক : অগ্নিশ্বর সরকার
বিষয়বৈচিত্র্যে ভরপুর এবারের শারদ-সম্ভার। ১৯২ পৃষ্ঠার সংখ্যাটিতে আছে কয়েকটি বিভিন্ন স্বাদের গল্প। লিখেছেন খ্যাতনামা লেখকরা। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, সন্মাত্রানন্দ, সৈকত মুখোপাধ্যায়, শিশির বিশ্বাস, রতনতনু ঘাটী, চুমকি চট্টোপাধ্যায় প্রমুখের গল্পগুলো পাঠ করে পাওয়া যায় অনাবিল আনন্দ।
আছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের স্মৃতিকথা, মনজিৎ গাইনের উপন্যাস, অভীক মুখোপাধ্যায়ের ধারাবাহিক উপন্যাস। ছড়িয়ে আছে একগুচ্ছ মুচমুচে ছড়া। কাকে ছেড়ে কার কথা বলি? বিশেষভাবে উল্লেখ করতে হয় ভবানীপ্রসাদ মজুমদার, দীপ মুখোপাধ্যায়, স্মরণজিৎ চক্রবর্তী, অভীক বসু, জয়দীপ চক্রবর্তী, মৌসুমি চট্টোপাধ্যায় দাস, নির্মল করণ, রবিনকুমার দাসের নাম।

আরও পড়ুন-রানি ভবানীর আমলের চতুর্ভুজা পূজিতা ছিন্নমস্তা রূপে

হৈমন্তী শুক্লা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মলয় রায়, সায়নী দাসের সাক্ষাৎকার পড়তে ভাল লাগে।
প্রবন্ধে সমুদ্র বসু, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, মুক্তগদ্যে মণীশ মুখোপাধ্যায়, খেলাধুলা বিভাগে তাপস বাগ, প্রদীপ চিকির লেখা সংখ্যাটিকে আলোকিত করেছে। আমাদের বিভাগ সেজে উঠেছে ছোটদের লেখা ও আঁকায়। আছে আরও কিছু বিভাগ। সবমিলিয়ে উৎসবের মরশুমে এক আন্তরিক আয়োজন। দাম ২০০ টাকা।

Latest article