সংবাদদাতা শিলিগুড়ি : শুরু হল দু’দিনব্যাপী দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সম্মেলন। সম্মেলনের প্রথম দিন নকশালবাড়ি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। বুথস্তর থেকে বিভিন্ন কমিটি তৈরি করে নাম ঘোষণা হয়। এ ছাড়াও আগামী কর্মসূচি বিষয়ে আলোচনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ আগামীতে শিলিগুড়ি পুর কর্পোরেশনের নির্বাচন ও মহকুমা পরিষদের নির্বাচনের বিষয়ে কর্মীদের বার্তা দিয়েছেন। এদিন জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকার, মুখপাত্র বেদব্রত দত্ত-সহ আরও অনেক নেতৃত্ব। দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কুন্তল রায় বলেন, দু’দিনব্যাপী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন মহকুমা পরিষদ এলাকার নকশালবাড়ি কমিউনিটি হলে সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন দলের কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়াও বুথস্তর থেকে বিভিন্ন কমিটি গঠন হয়ে নাম ঘোষণা হয়েছে। তবে তিনি বলেন এদিন জেলা কমিটির ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য কমিটি থেকে এখনও অনুমোদন পাওয়া যায়নি তাই জেলা কমিটি ঘোষণা করতে কয়েক দিন দেরি হবে। তিনি আরও বলেন, রবিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে জেলা সম্মেলনের দ্বিতীয় দিন।
আরও পড়ুন-রেলের জন্য বাজার ছাই