রেলের জন্য বাজার ছাই

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : রেলগেট নামিয়ে রাখার কারণে আটকে গেল দমকল। সঠিক সময়ে পৌঁছতে না পেরে আগুনে ভস্মীভূত হল লিউসিপাখড়ি বাজার এলাকা। শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের লিউসিপাখড়িতে শুক্রবার রাতে হঠাৎ করেই আগুন লাগে। প্রথমেই একটি ওষুধের দোকানে আগুন লাগে সেখান থেকেই পরপর বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। আগুনের ফুলকি দেখতে পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে উদ্যোগী হয়। আগুন লাগার বেশ কিছুক্ষণ পরেই পুলিশ ও দমকলে এ খবর দেয় স্থানীয়রা। পুলিশ এলেও সঠিক সময়ে দমকল আসতে পারেনি। কারণ রাঙাপানি এলাকায় রেলের গেট নামিয়ে রাখার কারণে আটকে গিয়েছিল দমকল। প্রায় আধ ঘণ্টা দমকলের গাড়ি আটকে থাকে সেখানে। ততক্ষণে পুরো এলাকায় দাও দাও করে আগুন জ্বলছে। দমকল দেরিতে আসার জন্য স্থানীয়রা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। তবে আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। তিনি বিপদের সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন-কেএলও-র হাত ধরছে BJP

Latest article