দলীয় এমপিদের আনা আস্থা ভোটে শেষ পর্যন্ত জয়ী হলেন কনজারভেটিভ পার্টির নেতা তথা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। সোমবার আনা আস্থা ভোটের পক্ষে ভোট পড়েছে ২১১টি, বিপক্ষে ১৪৮টি। এই ফলাফলের কারণে আগামী এক বছর ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ধরনের অনাস্থা প্রস্তাব আনা যাবে না। বরিসের (Boris Johnson) জয়ের প্রেক্ষিতে বলা যেতে পারে, পার্টিগেট কেলেঙ্কারির কোনও প্রভাব প্রধানমন্ত্রীর উপর পড়েনি। বেশ কিছুদিন ধরেই পার্টি গেট কেলেঙ্কারি নিয়ে ব্যাকফুটে ছিলেন জনসন। সে দেশের প্রবীণ আমলা স্যু গ্রে পার্টিগেট কেলেঙ্কারি সংক্রান্ত রিপোর্টে বরিসের নেতৃত্বের ব্যর্থতার কড়া সমালোচনা করেছিলেন। আস্থা ভোটে জয়ের পর তাঁর উপর ভরসা রাখা সকলকেই ধন্যবাদ জানিয়েছেন বরিস।
আরও পড়ুন-সব ধর্মের প্রতি সহিষ্ণু হওয়ার পরামর্শ ভারতকে, বার্তা রাষ্ট্রসংঘের