সিঁদুর ছুঁইয়ে বড়দেবীকে বিদায়

Must read

অনুপম সাহা, কোচবিহার: রাজ আমলের বড়দেবীকে (Borodebi- Coochbihar) এ-বছরের মতো বিদায় জানাল কোচবিহারে মানুষ। বড়দেবীর বিসর্জনের আগে মন্দির প্রাঙ্গণে স্থানীয় মহিলারা সিঁদুর ছুঁইয়ে পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করেন। এরপর মহিলারা একে অপরের সঙ্গে সিঁদুরখেলায় মেতে ওঠেন। বুধবার দশমীর সকালে রাজ আমলের প্রায় পাঁচশতাধিক বছরের প্রাচীন বড়দেবীর (Borodebi- Coochbihar) বিসর্জন সম্পন্ন হল। রাজ আমলের নিয়ম-রীতি মেনে এই বিসর্জন সম্পন্ন হয়। বুধবার সকালে বড়দেবীর বিশেষ পূজা সম্পন্ন হওয়ার পর, মন্দির থেকে স্থানীয় বাসিন্দারা ট্রলি টেনে বড়দেবীর প্রতিমা মন্দির সংলগ্ন যমুনা দিঘিতে নিয়ে আসেন। যমুনা দিঘির ঘাটে শূকর বলি দিয়ে বড়দেবীর বিশেষ অপরাজিতা পুজো সম্পন্ন হয়। তারপর বিশালাকৃতির বড়দেবীকে কেটে কেটে যমুনা দিঘিতে বিসর্জন দেওয়া হয়। দশমীতে বড়দেবীর বিসর্জনের পর জেলার বাকি পুজো মণ্ডপের প্রতিমার বিসর্জন শুরু হয়। বড়দেবীর বিসর্জনের আগে বড়দেবীকে সিঁদুর ছুঁইয়ে তারপর একে অপরের সঙ্গে মহিলারা সিঁদুরখেলায় মেতে ওঠেন। বড়দেবীর মন্দির প্রাঙ্গণে এবং শহরের যমুনা দিঘির ঘাটে বিসর্জন দেখতে প্রচুর দর্শনার্থী ভিড় জমান। এ বিষয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, নিয়ম মেনে রাজ পরিবারের আরাধ্য দেবীর বিসর্জন সম্পন্ন হল। আমাদের সবারই মন ভারাক্রান্ত। আবার ৩৬৫ দিন অপেক্ষা করা। মায়ের কাছে প্রার্থনা, সকলে যেন খুব ভাল ও সুস্থ থাকে।

আরও পড়ুন-আগামিকাল কার্নিভাল, উত্তরবঙ্গজুড়ে প্রস্তুতি

Latest article