আস্থাভোটের যাতে মুখোমুখি না হতে হয়, তার জন্য সরকারের তরফে সব ধরনের চেষ্টা চালানো হয়েছিল। তবে সব চেষ্টা জলে গেল। প্রধানমন্ত্রী বরিস জনসনকে আস্থাভোটের মুখোমুখি হতে হচ্ছে। সোমবার পার্লামেন্টে তাঁর বিরুদ্ধে পেশ হবে অনাস্থা। বরিসের দলই তাদের শীর্ষ নেতার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন-গুগলকে শাস্তি
সংখ্যাগরিষ্ঠ কনজারভেটিভ পার্টির সদস্য মনে করছেন, দেশ শাসনের যোগ্যতা হারিয়েছেন প্রধানমন্ত্রী। মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া। জ্বালানির দাম ক্রমশ বাড়ছে। দাম বাড়ছে কমবেশি প্রতিটি খাদ্যপণ্যের। প্রধানমন্ত্রী কোনও কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না। বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার খবর দিয়েছেন পল ব্র্যান্ড। তবে অভাবনীয় কিছু না ঘটলে আস্থাভোটে বরিসের পরাজিত হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই।