৯ বছর পর লভলিনার হাত ধরে অলিম্পিক বক্সিংয়ে পদক ভারতের

Must read

টোকিও, ৩০ জুলাই: অলিম্পিক বক্সিংয়ের ইতিহাসে তৃতীয় পদক আসছে ভারতে। ওয়েল্টারওয়েট বিভাগে লভলিনা বড়গোহাই দেশকে পদক এনে দিলেন। উঠলেন সেমিফাইনালে। অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন তিনি। এবার পদকের রঙ বদলানোর লড়াই অসমের বক্সারের। মেরিকমের পর দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে ভারতকে পদক দিলেন তিনি। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে বক্সিংয়ে প্রথম পদক এসেছিল বিজেন্দ্র সিংয়ের হাত ধরে। ৯ বছর পর দেশে বক্সিংয়ে এল পদক।

আরও পড়ুন-চুক্তিজট কাটাতে প্রাক্তন সচিবকে দায়িত্ব ইস্টবেঙ্গলের

Latest article