শ্যামল রায়, শান্তিপুর : শনিবার উপনির্বাচন। তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জয়ের লক্ষ্যে বহু ধাপ এগিয়ে। এলাকার ভোটাররা বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে আগের নির্বাচনে যে ভুল করেছিলেন এবার তা বুঝেই তৃণমূল কংগ্রেসকে দু’হাত ভরে ভোট দিতে পা বাড়িয়ে আছেন। তাঁদের বক্তব্য, বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ভোটে জিতে তাঁদের সঙ্গে বেইমানি করেছেন। জিতে এলাকায় আর আসেননি। ভেবেছিলেন মন্ত্রী হবেন। বাংলার মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে। বিধায়কপদ থেকে ইস্তফা দিয়ে সাংসদ পদে দিল্লি পালিয়েছেন।
আরও পড়ুন-খেলা শুরুর আগেই খেলা শেষ বিজেপির
মা-মাটি-মানুষের সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করে মানুষের ভীষণভাবে উপকার করেছে। দুয়ারে সরকার থেকে দুয়ারে রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু প্রকল্পের সুযোগ পেয়েছেন রাজ্যের মানুষ। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা হাতে-কলমে কাজ শিখে স্বাবলম্বী হয়েছেন। গ্রামীণ মানুষ টের পেয়েছেন যে মুখ্যমন্ত্রী কীভাবে পাশে থাকেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত করেন। তাই তাঁরা জোটবদ্ধভাবে সরকারের উন্নয়নকে মনে রেখেই উপনির্বাচনে ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। সহজেই জিততে চলেছেন তরুণ প্রজন্মের তরুণ যুবক ব্রজকিশোর গোস্বামী। ভোটাররা মানসিকভাবে তৈরি থাকায় তাঁর জেতা শুধু ঘোষণার অপেক্ষা। জগন্নাথ সরকারের বিরুদ্ধে মানুষ ইভিএমে জবাব দেবেন। আত্মবিশ্বাসী ব্রজকিশোর বলেন, কত হাজার ভোটে বিরোধী প্রার্থীকে হারাব সেটাই দেখার। ভোটে জিতে আমি মানুষের সমস্যার সমাধানে কাজ করব। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আবেদন জানিয়েছেন, সুষ্ঠুভাবে নির্বাচনী ও স্বাস্থ্যবিধি মেনে ভোট দিন।