সংবাদদাতা, হাওড়া : প্রয়াত হলেন দক্ষিণ হাওড়ার প্রাক্তন বিধায়ক ও জাতীয় শিক্ষক ব্রজমোহন মজুমদার(৮৩) (Brajamohan Majumdar)। শনিবার সন্ধ্যায় হাওড়ার ৪২ নম্বর ওয়ার্ডের প্রিয়নাথ ঘোষ লেনে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত একাধিক সমস্যায় বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। ২০১১ ও ২০১৬ সালে পরপর দু’বার তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে দক্ষিণ হাওড়া কেন্দ্র থেকে নির্বাচিত হন। তার আগে ২০০৮ সালে হাওড়া কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এছাড়াও হাওড়ার বিবেকানন্দ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। ১৯৯৫ সালে ‘জাতীয় শিক্ষক’ সম্মানেও ভূষিত হন। একাধিক বই লিখেছেন। বর্তমানে তিনি শিবপুর দীনবন্ধু কলেজ ও আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন। তাঁর দুই ছেলে। এক ছেলে কর্মসূত্রে কানাডায় থাকেন। স্ত্রী ৫ বছর আগে প্রয়াত হন। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সাধারণ সম্পাদক সৌভিক রায় জানান, ‘‘ব্রজবাবুর (Brajamohan Majumdar) প্রয়াণে আমাদের অপূরণীয় ক্ষতি হল। আমরা সবাই শোকস্তব্ধ। কানাডা থেকে তাঁর ছেলে ফিরলে ব্রজবাবুর শেষকৃত্য সম্পন্ন হবে।’’ ব্রজবাবুর মৃত্যুর খবর পেয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান দলের জেলাস্তরের একাধিক নেতা।
আরও পড়ুন: অভিষেকের সভা ঘিরে তৎপরতা মালবাজারে