মুখ্যমন্ত্রীর নাম রাখা ‘উৎসশ্রী’ পোর্টালের উদ্বোধন শিক্ষামন্ত্রীর, আবেদন দোসরা অগাস্ট থেকে

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রাখা ‘উৎসশ্রী’ পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষক-শিক্ষিকাদের পোস্টিং নিয়ে সমস্যার সমাধানে পশ্চিমবঙ্গে চালু হল ‘উৎসশ্রী’ পোর্টাল। আগেই এর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার, এই পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী এই পোর্টালের নামকরণ করেছেন। শিক্ষকরাই জ্ঞানের উৎস। সে কারণেই এই নাম রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ জন্য তাঁকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন-পুলওয়ামা হামলার মূল চক্রীকে খতম করল নিরাপত্তা বাহিনী

বাড়ি থেকে অনেক দূরে স্কুল হলে যাতায়াতের নানা সমস্যা হয় বহু শিক্ষক-শিক্ষিকাদের। তাঁদের কথা মাথায় রেখে সম্প্রতি এক বিশেষ পোর্টাল তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ‘উৎসশ্রী’ পোর্টালের মাধ্যমে সহজেই আবেদন করা যাবে বদলির জন্য। যে সব শিক্ষক বা শিক্ষিকার বদলির প্রয়োজন, তাঁরা যাতে সহজেই অনলাইনে আবেদন করতে পারেন, তার জন্যই এই পোর্টাল চালু করা হল। ২ অগাস্ট থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে।

প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, সব স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই আবেদন জানাতে পারবেন। একই বিদ্যালয়ে একটানা ৫ বছর কাজ করার পরই কোনও শিক্ষক বা শিক্ষিকা আবেদন করতে পারবেন। একবার বদলি হয়ে গেলে তারপর পাঁচ বছর আর আবেদন করা যাবে না। কোনও শিক্ষক বা শিক্ষিকা যদি আগে বদলির নির্দেশ পেয়েও তা ফিরিয়ে দিয়ে থাকেন, তাহলে পরের সাত বছর আর আবেদন করতে পারবেন না। কোনও শিক্ষক বা শিক্ষিকা যদি সাসপেন্ড হয়ে থাকেন, তাহলে তাঁর আবেদন করার সুযোগ নেই। কারও বিরুদ্ধে যদি বিভাগীয় তদন্ত চলে তাহলেও তিনি আবেদন করতে পারবেন না।

আরও পড়ুন-বাবুল সুপ্রিয় কি রাজনীতি ছাড়ছেন? ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

কীভাবে আবেদন জানানো যাবে?

‘উৎসশ্রী’র পোর্টালে গিয়ে নিজের এমপ্লয়ি আইডি ও প্যান কার্ড নম্বর জমা দিতে হবে পোর্টালে। তারপর মোবাইল নম্বরে ও ই-মেলে চলে আসবে একটি ওটিপি। এই ওটিপি নিৰ্দিষ্ট জায়গায় বসিয়ে লগ ইন করতে হবে। এরপর ক্লিক করতে হবে self initiated transfer অপশনে। কোন জেলার স্কুলে আবেদন করতে চান, তা জানাতে হবে।

সর্বাধিক ৩ টি স্কুল দেওয়া যাবে। যে সব স্কুলে শূন্যপদ আছে কেবলমাত্র সেখানেই আবেদন করা যাবে।

Latest article