যাদবপুরে সমাবর্তন, ব্রাত্যর নিশানায় বোম্বাগড়ের রাজা

Must read

প্রতিবেদন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তন নিয়ে ফের রাজ্যপালের সমালোচনায় মুখর হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালকে নিশানায় শিক্ষামন্ত্রী বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সুদীর্ঘ ঐতিহ্য এবং ছাত্রছাত্রীদের স্বার্থ ও সুবিধার কথা বিবেচনা করে উচ্চশিক্ষা দফতর সমাবর্তনের অনুমোদন দিয়েছিল। নানা আইনি জটিলতা সত্ত্বেও ২৪ ডিসেম্বর সমাবর্তন নির্ধারিত করা হয়েছিল। কিন্তু রাজ্যপাল সমাবর্তন করার জন্য প্রয়োজনীয় কোর্ট মিটিং ডাকতেই সম্মতি দেননি। আইনি অনিশ্চয়তার কারণ দেখিয়ে তিনি কোর্ট মিটিং ডাকেননি।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুধবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লেখেন, রাজ্যপাল কোর্ট মিটিং ডাকেননি, অথচ উনি এই একই আইনি পরিমণ্ডলে রাজ্য সরকারের অনুমোদন না নিয়েই একাধিক সরকার-পোষিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন করিয়েছেন। এ-বিষয়েই শিক্ষামন্ত্রী প্রশ্ন তোলেন, তাহলে আসল লক্ষ্য কি ছাত্রছাত্রীদের স্বার্থ নয়? আসল লক্ষ্য কি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নয়? একই সঙ্গে ব্রাত্য বসু প্রশ্ন তোলেন, রাজ্য সরকারের বিরোধিতাই তা হলে সবকিছুর মূলে? জোছনা রাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েদের চোখে এই ভাবে উনি আলকাতরা মাখাতে চান? রাজ্যপালকে নিশানা করে তিনি আরও বলেন, কে থামাতে পারবে রাজ্যে নয়া আমদানি এই বোম্বাগড়ের রাজাকে?

আরও পড়ুন- যাত্রীসাথী অ্যাপে মিলবে অ্যাম্বুল্যান্সও

Latest article