প্রতিবেদন : ফের রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে নিয়ম ভাঙার অভিযোগ তুললেন রাজ্যপাল। বৃহস্পতিবার এই নিয়ে ফের একটি ট্যুইট করেন তিনি। ট্যুইটে ২৪টি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে তিনি নিয়ম ভাঙার অভিযোগ করেন। সেই সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। এরপরই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইটারে সুকুমার রায়ের ছড়া থেকে উধৃত করে তিনি তীব্র আক্রমণ করেন রাজ্যপালকে।
আরও পড়ুন-বিজেপিকে জবাব দিতে তৈরি মানুষ
ব্রাত্য বসুর পাশাপাশি উপাচার্যদের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যপালকে নিশানা করেন পরিবহণমন্ত্রী ও কলকাতার নবনিযুক্ত মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যপালের উদ্দেশে তিনি বলেন, গায়ে মানে না আপনি মোড়ল। উনি নিজেই সব চালাতে চাইছেন। মনে হচ্ছে সরকার, মুখ্যমন্ত্রী কেউ নয়, উনিই সব। উনি যদি এভাবে চালাতে চান, তাহলে চালান। এভাবে রাজ্যপালই যদি সব চালান তাহলে তো একদিন দেশে প্রধানমন্ত্রীরও দরকার হবে না, রাষ্ট্রপতি, রাজ্যপালরাই সব চালিয়ে নেবেন।
আরও পড়ুন-কলকাতার নতুন নগরপাল হলেন বিনীত গোয়েল
তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার মানুষের চাহিদা মেনে কাজ করেন। রাজ্যপাল তো আর মানুষের চাহিদা বুঝতে পারবেন না। উনি নিজেই একজন সাংবিধানিক প্রধান হয়ে সংবিধানের অবমাননা করছেন বলেও তোপ দাগেন ফিরহাদ। এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা যায় কি না, সে বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। একাধিকবার উপাচার্য নিয়োগের ফাইল পাঠানো হলেও তা ফেরত পাঠায় রাজভবন।