প্রতিবেদন : মিড ডে মিল নিয়ে বিরোধীদের অপপ্রচারকে গুরুত্বই দিলেন না রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্য মিড ডে মিলের মেনুতে মুরগির মাংস যোগ করায় স্কুল পড়ুয়া এবং অভিভাবক মহলে খুশির আমেজ দেখা দিলেও গাত্রদাহ হচ্ছে বিরোধীদের।
আরও পড়ুন-সোনারপুরে বাম-বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সভায় মানুষের ঢল
শিক্ষামন্ত্রীর সাফ কথা, এর সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্কই নেই। ত্রিপুরাতেও ভোট ছিল। কেন সেখানে মুরগির মাংস দিতে পারল না? আসলে শিশুদের পুষ্টির কথা ভেবে তাদের মুরগির মাংস দেওয়ার সিদ্ধান্ত। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে বলেছেন, সত্য সামনে আসুক। আসল দোষীদের চিহ্নিত করা হোক।