টোকিও : অনেক আগেই কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে পাঁচ- বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই মুহূর্তে এশিয়া ট্যুরে আছে তিতের দল। কোরিয়াকে বড় ব্যবধানে হারানোর পর সোমবার জাপানের বিরুদ্ধে দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি খেলতে নামছে ব্রাজিল। টোকিওতে ম্যাচের প্রস্তুতি সেরে উঠে সেলেকাও কোচ তিতে জানিয়েছেন, ম্যাচ জেতার জন্য আর নেইমারের (Neymar) উপর নির্ভরশীল নয় ব্রাজিল।
আরও পড়ুন: বিশ্বকাপে ‘ফিনিশার’ কার্তিককে চান শাস্ত্রী
জাপান ম্যাচের আগের দিন নেইমার (Neymar) নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন উড়িয়ে দিয়ে তিতে বলেছেন, ‘‘আমি দীর্ঘদিন ধরে জাতীয় দলের দায়িত্বে। এই সময়ে আমি অনেক ভুল করেছি এবং কিছু ভাল সিদ্ধান্তও নিয়েছি। নতুন প্রজন্ম উঠে আসছে। আমি অনেক নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছি। তারা নিজেদের প্রমাণ করছে। আক্রমণে এখন আমরা একজন খেলোয়াড়ের উপর নির্ভরশীল নয়।’’