প্রতিবেদন : মেসির শোকে কাতর কলকাতা। হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি নিল-সাদা ভক্তরা। মেসি নিজেও কি পেরেছেন? মঙ্গলবার হারের পরই তিনি দলের সতীর্থদের নিয়ে টিম মিটিং করেছেন। বুধবার গরহাজির থাকলেন আর্জন্টিনার প্র্যাকটিসে। এরমধ্যে শহরের ব্রাজিল-ভক্তরা (Brazil vs Serbia) তৈরি হচ্ছেন বৃহস্পতিবার মধ্যরাতের ম্যাচের জন্য। ব্রাজিল খেলবে সার্বিয়ার বিরুদ্ধে। খেলা শুরু রাত সাড়ে বারোটায়। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন অঞ্চল সেজে উঠেছে বিশ্বকাপ উপলক্ষ্যে। উত্তর কলকাতার ফকির চক্রবর্তী লেনে রাস্তার পাশে দেওয়াল-জুড়ে শুধুই হলুদ-সবুজ (Brazil vs Serbia) রঙের প্রলেপ। ব্রাজিলের পতাকার রঙে সেজে উঠেছে পাড়া। গাঙ্গুলি বাগানে আর্জেন্টিনা সমর্থকরা মেসিদের প্রথম ম্যাচের আগে থেকেই অঞ্চল সাজিয়ে তুলেছিলেন মেসি-রোমেরো-ডি’মারিয়াদের ছবিতে। কিন্তু সৌদি আরবের কাছে ১-২ গোলে হার আর্জন্টিনা সমর্থকদের এই উৎসাহে জল ঢেলে দিয়েছে। তবু তাঁরা শনিবার মেক্সিকো ম্যাচের জন্য তৈরি হচ্ছেন। দক্ষিণ কলকাতার ‘পাটুলি স্পোর্টস লাভার্স’ আবার রাস্তায় ছবি এঁকেছে মেসি-রোনাল্ডো-এমবাপেদের। এখানে কেউ আর্জেন্টিনার ভক্ত, কেউ ব্রাজিলের। তবে বিশ্বকাপ নিয়ে এটা অবশ্য সামগ্রিক ছবি নয়। গোটা শহর, গোটা রাজ্যই এখন আক্রান্ত ফুটবল-জ্বরে। ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই দৃশ্য।
আরও পড়ুন-মেঘালয়ে গুলিকাণ্ড: নিহতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকা দেবে তৃণমূল